পাতা:অবলা প্রবলা.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অবলা প্রবল । পলাইল দল জল, নাজানিয়া মূলাঙ্গল গণে ॥ যমদূত সম দূত,রজপুত মজবুত,ভাটে ধরে পরে ভূত প্রায় । ভাট কহে একেমন, সুচিন্তিত মনেমন, বিনা দোষে ঘটিল কি দায় t কেবা শুনে তার বাক, করি সবে ডাক হাক, তীর সম ভূপতির ঠাই । ভ} টুকে হাজির করে, দাণ্ডাইল যুক্ত করে, ভাট কহে রাজার দোহাই। হেরি তায় দণ্ডধর কহে মোর বাক্যধর, নাহি ভয় শুন সবিশেষ । তনয়৷ হইল কাল, বিবাহের যোগ্যকাল, পাত্র দেথ অনৃেষিয়া দেশ। এত যদি নৃপবর, কহিলেক ৰূপবর, আনিতে কন্যার যোগ্য বর। বিদায় হইয়। ভাট, হই তে রাজার পাট, চলি যায় ছাড়িয়া সহর। হেরিয়া সুপাত্র পাত্র, সন্ধান করিয়া মাত্র, নানাস্থান করয় ভূমণ। রাজ সমারীর রূপ, যেমন তদনুরূপ, নাহি পায় রাজার নন্দন । ফিরিয়াহ দেশ, লোক মুথে অবশেষ শুনিল অৰুণ পুর নাম । বিথ্যাত নগর অতি গ্রতাপালিত ভূপতি, গুণধাম আখ্যা গুণ ধাম । তার পুত্র মনোহর; ৰূপগুণ মনোহর; পরম পণ্ডিত নববয়। কে হয় সরস তায়, সরস সর্বদ। কায় রমিকের চূড় রসময়। সর্ব্ব শাস্ত্র বিশারদ, মুদহীন সুপ্রমদ, সৰ্বজন সহিত সম্ভাব । স্বভাবে