পাতা:অবলা প্রবলা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অব লা প্রবল 1 । *}. করি দরশন । কাছে আসি হাসি২ রাজনন্দিনীর । পাতিল বাক্যের জাল হেলায়ে শরীর । কহে শুন কিবা সুথ ঠাঙ্গর কন্যার । যৌবনে মিলিলপতি আনন্দ অপার ॥প্রজাপতি এত দিনে বুঝি সানুকুল । ছুটিল সৌরভ ভাল ফুটিল সুফুল । মধুলোভে মধুলেভি ভূমিত্ত্বে তাহায় । বিধির নিৰ্বন্ধ বিনা কেব। সুগ্ধ পায়। কেচ্ছ বলে এত দিনে পূরিল বাসনা । সিদ্ধাণ করিল ধনী কামাণুি যাতন । আহ। রাজবালা রূপে যেমন রমণী। পাইয়াছে নিজপতি অতি গুণ মণি । পতি বিম। যত দুঃথ সহিয়। আছিল । বিবাহের ফুল ফুটে সকল ঘুচিল । এর বাড়া শুঘ্যি আমাদের কিবা আছে । সুথের সন্ধুরী বুঝি পোহাইল কাছে । মনের বেদন বেনে বিচ্ছেদ হুইল। কালেতে ঠাঙ্গর বীর ঠাঙ্গর মিলিল। পূৰ্বাপর আছে এই শাস্ত্রের লিথন । দুঃখ বিনা সুথ কর্ভুনা হয় ঘটন। মদন জ্বালায় ধনী ছিল জ্বালাতন । তাহার সে শরে বল কি করে এখন । সে সব অণুগু ণ এবে হুইল বিগুণ। সুথের সঞ্চারে সব প্রকাশয় গুণ । রঙ্গে ভঙ্গে রস রঙ্গ করি কত কয় ? লজ্জায় কমল মুখী অধোমুখী হয়। শশির নিকটে আসি কেহ হাসি কয় । আইবড় ভাত থাবে অদ্য মমা