পাতা:অবলা প্রবলা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবল ৪৭ যায় ভুলে । নাচায় তাহার পানে পেয়ে নব রস । সরল যুবতী তদু সম্প্রীতির বশ ॥দেথ দেখি লাগর কি মনে করে তায় । তেই বলি মনে নাহি রবে যুবরায় ৷ নূতন২ ভাবে জমি হবে ভাবী। পশ্চাত্ ন। চিণ পাছে তাই মদ ভাবি । এই মত কত শত কছে কত জন। আনন্দেতে সবাকার পরিপূর্ন্ত ম: ন। পরে যত নারী গণে হরিদ্র মাথায় । শীতল সলিলে সুন করাইল তায় ৷ মাৰ্জ্জন করিয়া দিল সুকোমল কায় । সুগন্ধ২ চয় মাথায় তাহায় । পরি: ল নবীন নব বসন সুন্দর । সাজিল সুন্দর কিবা দেথিতে সুন্দর। এয়ে গণে তৈল কুড়া লয়ে জনে২৫ প্রস্থান করিল সবে নিজ নিকেতনে। বাজিল বাজনানান শব্দ জয় জয় । রাজসুত মনেং পুলকিত । হয়। নৃত্য করে পুরজন উদ্ধ করি হাত। শুভক্ষণে দিল ভূপ আইবড় ভাত ॥রীতি মত ধার্য্য কার্য্য কৈল সমাধান । গগনে উঠিল শশী দিবা অবসান। গীত বাদ্য পুলকেতে ঘামিনী পোহায় । শ্রীকালী ঙ্গমার গ্রন্থ রচিল ভাষায় । । অথ রাজ পুত্রের কাঞ্চন নগরাগমন । । পয়ার ॥পর দিন শুভ লগু পূৰ্বে নরপতি । সুসজ্জ হইল যাত্রা হেত্ত শীঘুগতি ৷ ধুম ধাম কোলাহুমে’