পাতা:অবলা প্রবলা.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ অবল প্রবল । কলেবর তাছার অনলে। রতি রঙ্গ আলিঙ্গনে সারে ছলে বলে। কুহরে কোকিল সদা শ্রবণ কুহরে। মঙ্গহ সমীরণ বহে ঘরেং । উড়ু করে মন গুণ২ রবে । কার সাধ্য সেইরবে ধরে তিষ্টি রবে । থাকিতে চন্দন চুয়া পরশিতে নারি । পাছে দহে কলে বর সেই ভয় ভারি। রতি আশা করি চাহি পুরাইতে আশা । আশা দিয়া চলে যায় আর নহে আসা । সে আসার আশা করে থাকি আiশ করে । নিরাশ করে সে আশা বাসা ভেঙ্গে পরে ৷ ভূমগুলে আসা মাত্র আশ মাত্র সার । পতি হুৈলে রতি হীন ৰিকং তার । অপর শুনহ বিদ্য; আর জিজ্ঞাসিলে । বলে হবে কালি রতি পুনঃ ত না মিলে একগুণ মাত্র কিন্তু দেখেছি তাহার। উপপতি কৃত গন্তু সে বলে মামার। সতী জ্ঞান লোকে ইথে করয় ম মারে । সে যে বলে গন্তু তার দোষ ঢাকিবারে। যfস্থউক হবে মরিয়াছি সেই গুণে । পরপ্রেমে মজি তাত লোকে নাছি শুনে । আর রামা বলে সে ত মন্দ কভু নয় । শুনিলে আমার দুঃখ যুচিবে সংশয় । অভাগির পতি অন্ধ কৈতে ফাটে প্রাণ । দেখিতে নাপায় কিছু রৈলে বিদ্যমান । হলুদ কাঞ্চন জিনি তন মনোহর । ভূধর