পাতা:অবলা প্রবলা.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবল । ఘనీ ধরিল ধরা হেন পয়োধর । কি কব রূপের কথা শশী হারে মুথে। সে যে নাহি দেখে ইহুমরি সেই দুঃথে । হাৰ ভাব কটাক্ষ কি হবে তার কাছে। নিশি সম সব হেন জাথি মূদি আছে । অঙ্গ ভঙ্গ বৃথা শুন রতি সবিশেষ । করিতে চুম্বনাধর চুম্বে অন্য দেশ । ক্ষেপণ মাকরি তার লক্ষ্যে আপনার । অপর শরীরে মারে একি চমৎকার । দ্বিগুণ অণগুন জলে এই সব গুণে। বিগুণ বিধাত বাপ দিব কি. আগুনে ॥ গুঞ্জরিছে অলিকুল গুণ করি ; কত গুণ ধরে গুণ ধরে আ হামরি । কামশরে পুল্প গন্ধুে হুহু করে প্রাণ কবে তার হাত হৈতে পাব পরিত্রাণ । ভানি দুঃখ নীরে কম্বে আর রসৰতা । না কহিও কুত্ত্ব চন ভুলে তার প্রতি । যে করে কাটাই কাল কালাযুথ মনে । কলেবর কৃশ কৈল কাম শরাসনে। কুর দ্ধি সে দূত কর্ম্ম করয় কোথায়। উত্তর না করে কন্তু কামের কথায় ৷ করিতে পরের কম কোমল সন্তোষ । ধিক বিধি মোরে তব কেন এত রোষ । করি যদি উপপতি আনিয়া গোপনে । পুড়ে মরি ননদীর বাক্য হুতাশনে। উগারে গরল রাশি শাশুড়ী মাবার। কে পারে সহিতে এত মাধ্য আছে কার । । আমি যেই তেই তবু করিয়া কৌশল । বধু আনি ।