পাতা:অবলা প্রবলা.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& অৰলা প্রবলা । নিপুণ। কেহ বলে ওহে যুব ফিরে কথা কও। কে মন যুবতী পেলে বুঝে সুৰে লও। আছিল তোমা র ভাগ্যে শশী ৰূপরতী। সে পাইল পুনৰ্বার তোম। হেন পতি। মরি কি বিধির বিধি হেরি চমৎকার। যুবতী যেমন পতি সেই মত তার। হুইল ঘটন ভাল সুখের বিরাজে। কেহ বলে ইহা ভিন্ন ভাল নাছি সাজে। যুবতী জনম ছার সদা পরাধীন না হয় সুপ্তির মতি প্রাণপতি বিনা । তাছাতে যৌসুম কালে যদি নাছি গায় । মদনে বিদীর্ঘ প্রাণ শীর্ণ হয় কায় । পুনঃ তাহে হৈলে পতি স্বৰূপ স্বভাব। দিনই বিনোদিনী হারায় স্বভাব । ভাবের অভাব দেখে মাছি পায় ভাব ! কালেই শুভকাল হয় ত্তিরোভাব। ভাবকে বুঝিতে পারে ভাবের বষ্টন। স্ব: ভাল ভরে ফেরে অনুক্ষণ। কোন ধনী কহে ওংে মনোহর বর। মনোহর নাম তব রূপ মনোহর । মনহারী মনোমতহুৈল তাহুে নারী। তোমার সম্পদ সুখ কহিবারে নারি। কামিনী যামিনী দিব। লয়ে সুথে রবে। অন্য নারী সহ আর কথা নাহি করে। পুরুষ নিদয় বড় কিন্তৰূপবর। মধুপান করি শেষে সেই হয় পর ৷ প্রথমে যুবক গণে করে নানা ছল। ঘরলার প্রাণ মন হ্রয় সকল ॥ফুটিয়া যৌবন যবে