পাতা:অবলা প্রবলা.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবল। , 4’, রত স্ত্রীবধ করিয়া ফিরে ফিরে । পুরুষ ভূমর জাতি ঘরেই ফিরে ৷ এইৰূপ কথ! কত কহে নারীগণ । যুব বর প্রত্যুত্তর করে প্রতিক্ষণ । সমানে সমান ভাল বাক্যের কৌশল ; জ্ঞাব ভরে ভাবকের মন টল২। পরে সীমস্তিনী গণ দিয়। इबू थुनि করিল বরণ বরে লইয়। নিছনি ৷ পলকে পূর্ম্মিত হয়ে গেী রাকান্ত রায় । মনে হুরে করেই মপিল কন্যায় । শুভকালে শুভ কর্ম্ম হৈল সমাধান । সখ নাদ বাদ্য বাণী গুণী করে গান। বর কন্য। শুষ্ক মেন্ত্রে হুেরিল উভয় । ভালই শ্রীকালীঙ্গমার হেরে কয় । অথ বর কন্যার বাসরে গমন । পয়ার । বিধিমতে সমাধান করিয়া বিভার প্রস্ক টিত প্রেমাম্বুজ হৃদে সবাকার । নৃপতি হইল সুথে হরষিত মন । বরষত্রী কন্যাযাত্রী করান ভোজন ৷ অগনি নানা আয়োজন দ্রব্য ভারই । মারি২ বৈসে লোক হেরি চমৎকার । করেই পরিবেশ করে কক্ত জন । জলপাণী ক্ষীর চিনি মিছরি মাথন। নারিকেল বেল জাম কাটাল বাতাবি । মিষ্ট অল্প সহ দিল মিঠাই রাতাৰি। বসিল গওয করি যত দ্বিজগণ । অন্যদিগে বৈসে অন্য২ লোক জন ৷ জিলাপি কচুরি পুরি পেট পুরি থায় যত দেয় তত মাৱ ।