পাতা:অবলা প্রবলা.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 অবল প্রবলা । জীরক যমানী, মরীচাদি আনি, ধন্য তেজপাত তায় । বেদান বাদাম, বচ বালা জাম, মের্থী মেীরী চই চিতে । লবঙ্গ এলাচী, বিকি কিনি যাচি, করে কেছ এক ভিতে। চিনি দারুচিনি, কেহ লয় চিনি, মিছরি কাবাবচিনি। লোঢ় হরীতকী, জায়ফল টকী, লইতেছে কেহ কিণি । কিশমিশ সুর, থা জর আঙ্গুর, আদি নানা মেওয়াজাত । বিবরিতে যায়, ক্রমে বেড়ে যায়, প্রতি বিবরণে পাত । নিরথিয়া সবে, চলি যায় তবে যুব ইব্লষিত মনে । পুনঃ কোন ঠাই দেখিল মিঠাই, গড়ে বসি কোন জনে । হালুয়' দোকান, রহে কোন স্থান, জিলাপি কচুরি পুরি। হেরি কেহ তায়, কিণি লয়ে যায়, থাইতে উদর পূরি ॥রস রসকরা, কত রস ভরা, থোলায় করিছে পাক । কেহ লয়ে তায়, দোকান সাজায়, রাথে করি থাক থাক । এই মত কত, হেরে অবিরত, হাটে বাটে প্রবেশিয় । অপৰূপ তর, পুনঃ ৰূপবর, দেখি সুখী হয় হিয়া । কিবা পরিপাটীরহে কত পাটী, ফল মূল তুল নাই। শাক সবজিতে, কিfণতে বেচিতে, তিলের নাহিক ঠাই। পাছে করি রায়, তথা হৈতে যায়, সম্মুখেতে উপবন । হেরিয়া তাহায়, বলে হায় হায়,কি ললিত