পাতা:অবলা প্রবলা.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবলা । • S) সখী সঙ্গে তথা এক মনোহর নারী আইল তাহঃর ৰূপ বর্ত্তিবারে নারি । গজরাজ সম গতি মঙ্গ রাজ কটি ভূমে শশী যেন থসি পড়ে কোটিহী রজনীতে দিব প্রায় ৰূপে আলো করে । সর্থী করে দীপ পুল্পগুচ্ছ নিজকরে । এক মনে পঞ্চাননে সেবনেতে আশা। নিত্য অস্করাত্রে হয় সে বনেতে আসা ॥রুণু ঝুনুনূপুরের শক্ত হয় পায়। তরু হৈতে যুবরাজ শুনিবারে পায় । চার দিক চাহি ৱায় করে অনুমান । হেনকালে দেখিতে পাইল বিদ্যমান ; পরম সুন্দরী এক নিকপম কাপ অগম্য, অরণ্যে ধনী আইসে কিৰূপে । রাজার তনয়৷ প্রায় বোধ হয় ভাবে । নাহি জানি বিলোদিনী ধরে কোন ভাবে । সঙ্গে সহচরী মাত্র মাহিক প্রহরী । নষ্ট লোকে ভষা লৈতে পারয় প্রস্তুরি । না করে তাহার ভয় কি সাহস মনে । যা হয় জানিতে পারি নিকট গমনে। ভরস বান্ধিয়া উমাচরণ পুণ্য মে। তৃষ্ঠ তরু হৈতে মনোহর তলে নামে। গোপন হইয়া চলে যথা জলাশয় । যেন মত্ত্বকরা চলে কুরি জলাশয়। বুঝহ প্রেমিকগণ কাম পর্যক্র ম। কটাক্ষেতে ত্রিভুবন করে অতিক্রম । প্রাণ ভয়ে যেই ছিল বৃক্ষের শাখায়। পাছে ব্যাঘু করা