পাতা:অবলা প্রবলা.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানা ফুল ফুল বাগিচায় ; কার ছেন মন তাহে ফিরে নাছি চায় ৷ বিহগ বিহগী সুথে মিলি গায় গায় ; ডালে ২ বসি নিজ নিজ রবে গ্রায় ! প্রমো, দিত পদ্মৰন প্রভাকর করে। অলিঙ্গল ভুমে তাহে গুণয় করে । কোথায় হগুনা সহ থঞ্জল নাচয় । হেরি হয়ে বিরহিণী যে ললন চয় ৷ মূথে যুথ আরোপণ করি শুক শারী! কত ক্ষু করে কোথ বসি শারী২। কোকিল। নৃস্থিত কত কোকিল ঈহরে । বিয়োগির শেল সম শুরণ দহরে ৷ মন্দ২ সমীরণে সরোঘরে জল ! ঈষত তরঙ্গে রঙ্গে করে জল জুল। শত মুখে হাদিতেছে যত শতদল ৷ বপুয়ার উদরে প্রফুল্ল সহ দল। মধুলাভা মধু লোভে তাহে পুনঃ ধায় । প্রিয়। রস পিয়া নাহুি সুধায় সুধায়। মরাল মরালী সহ আনন্দে ভাসিয়া । বেড়ায় সলিলে কত ভাষিয়াই । মধুরথ রবে ডাকিছে কেকায় । শুনি বিরক্রি গুণ নাহি থাকে কায় । ভানুর উদয়ে সুখী হইল ত্রিলোক নিদ্র ভাঙ্গি উঠিল নগরে যত লোক। নিজ২ কর্ম্মে সবে হইল মগন । দুর্গ বলি প্রাতঃস্রানে চলে দ্বিজগণ। দশাসন কোস। ঈসা কক্ষে আর করে। তাঁর সম নদী তারে আগমন করে । স্নান করি বেই