পাতা:অবলা প্রবলা.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আ বল। এবণ৷ ৷ ” সংহার করে একি সৰ্বনাশ ।। যত বলি শুন ওরে যুগল শুবণ। কোন দিগে কার কথা করন শ্রবণ । তত শুনে কোকিলের বজু সম রবে । বল দেথি মথি ইথে প্রাণ কিসে রবে । পুস্ত্র বনে যাইতে বারণ করি পদে। যার ঘুণে বিপদ ঘটয় পদে পদে। অবজ্ঞা করিয়া বাক্য তথ্য গিয়া ভ্রমে । বুঝাইতে নাহি পারি কচ্ছতার ভুমে ৷ এবে উড়ুখ মন হেরি য়া এহারে। কি কাজ ভূষণে আর কি কাজ এ হারে । কি ফল হইবে ছার প্লাথিয়া জীবন । পরিত্যাগ করি গিয়া প্রবেশি জীবন । হের দেখ কিবা রূপ ওগো চন্দুমাল। অষ্ট্র চন্দ্র মুথে বুঝি হারে চন্দ্র স্নাল। ! কিবা নয়নের শোভ fকব। চাৰু নাসা । বুঝিলাম ও নাম নারীর দল নাশ৷ কি গোফ কি ওষ্ঠ যেন পল্লবাভিনব । জ্ঞান হয় সুমধুর রসের অর্ণব । কিবা স্লোলিত বাহু পদ্ধ নাল কর । দশ মথে প্রকাশিত অদ্ধ সিত কর । উরে উরু দুরু দুরু করয় আমার । নাভি মূলে বাসস্থান করিয়াছে মার। তা হার উপরে কিবা শোভিছে ত্রিবলি । কোটি মুখ হৈলে কটি বিবরিয়া বলি । উরু আর পদ নিরাথলে পদে পদে অথিলের নারী কি চ লিতে পারে পদে ৷ আহ৷ মরি বিধি কত তোমার