পাতা:অবলা প্রবলা.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ు অবল প্রবলা । - বিচারিয়া তায় । সখীগণে সুখী কর তেজিয়া ল. জায় । ছল করি সহচরী কহিছে তোমায় । বাক্য শুনি যুবতীর মন গেল টলে । তেজি লাজে যুবরাঙ্গে সম্বোধিয়া বলে। কি কহিব প্রাণনাথ ভেবে হাসি পায়। যুব সহ বাক্যালাপে মন নাছি চায় । যেহেতু সে পুরুষের পাষাণ হৃদয় । অগ্রেতে আদ র করি শেষে করে ক্ষয় । অবলা সরল নারী ছল নাহি জানে । প্রাণ দিয়া ণর করে ভেবে ময়ে প্রাণে । সেই হেক্ত কথা নাহি কহুি রসময় । যে ভয় সৰ্বদা করি পাছে তাই হয় । সঁপিয়া তোমার করে নিজ প্রাণ মন । তোমায় পাইব কিনা ভাবি অনু ক্ষণ । করে ভাব ভাল নহে করা ভাল ভেবে । অবিরত ভাবি কাল ভাবিতেfছ এবে। শুনি বাক্য কহিছে যুবক ৰূপবান । নারীর সমান নছে পুরুষ পাষাণ । কথায় সরল অতি কার্য্যে তাহ নয়। এ. কের সঙ্গেতে থেকে আরে মন রয় । তার মত যথ, ন থাকয় যার পাশ । সে যাইলে অন্যে পুনঃ করে অভিলাষ । সাক্ষা তার দেথ প্রিয়ে কহি বিবরিয়া। মন্দোদরী নামে ছিল দশানন প্রিয়। ত্রিভু বন কর তলে আছিল যাহার । সে মরিলে বিভীমণে কৈল অঙ্গীক্ষার ৷ অতএব চন্দাননে নাহি করা