পাতা:অবলা প্রবলা.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকল প্রবলা । "לל. পয়ার পদান্ত যমক ছন্দ।। সখী বলি ডাকি শশী বলে একি দায় গো । মন কেন গুমরিয়া উঠিছে সদায় গো । বিরহ বিষম বিষে প্রাণ মম যায় গে। জাতি কুল দুরন্ত বসন্ত বা মজায় গো । জাগে২ জনিতাম মিত্র ভাবে যায় গো । সে এখন শত্র ভাবে না রাথে বজায় গে । ফজরে কহিতে মথি না পারি লজ্জায় গে। শাল সম ধরে গুণ ধরিলে সজ্জায় গে{। গুলিতে বেদন যত না DBB BBB SBS KSBB BBSB YBBB KSB BBB যায় গে; কলেবর সুশীতল জলে জুলে যায় গে। অখি জলে দুঃথতরু ক্রমশঃ গজায় গে৷ বিপ: রীত ফলে তায় সৌরভে ম জায় গে। আসে পাসে আশাপার্থী লোভে আসে যায় গো । অলি আসি সেই সঙ্গে কন্দল ভেজায় গে। গুণ২ করে বলে কি জয় বে জায় গো । না পাইয়া ফল মন্দ মন্ত্রণা ভজয় গে। আশা ফল ভোগে নাই তবু থেতে যায় গে। পিক তায় কুহ স্বরে আগুন লাগায় গো স্নিগ্ধ হৈতে চন্দন লেপিলে জ্বলে গায় গে৷ আমার দুঃখের কথা কব আর কায় গো। বসন ভূষণে করে দগ্ধ মোর কায় গো । হিমকরে হিম করে মোরে একি দায় গে। আমারে সকলে কেন