পাতা:অবলা প্রবলা.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আ বল। প্রবল । لا نة فة পি নাহি পায় পুনঃর তিন জনে ভুমিয়া বেড়ায় ! উত্তম নগর দেখে যেথানে যেখানে । কিছু দিল করে বাস করে সেইখানে । এষ্ট্ৰ ৰূপে পশ্চিমে কা, টায়ে ছয় মাস । চলিল দক্ষিণ রাজ্যে গণি হাহতা শ। গ্রামই হাট গোট করিয়া উদেশ । অবশেষে কালীঘাটে করিল প্রবেশ । প্রথমতুঃ আসিয়া কপ্পিল গঙ্গাসান । বাস ভাড়া করিল দেখিয়া ভাল স্থান। তরঙ্গ বান্ধিয়; অর্থ থিয় যভনে । কালিকার দরশনে চলে তিন জনে দিয়! আশ্চর্য্য রূপ দেথিয় দেবীর । চক্ষে বহে প্রেমধার রাজ, নন্দিনীর। পললস্ত্রী কৃত ব সে যোড় কার করে। স্তব আরম্ভিল ধৰ্মী মৃদু স্বরে করাল বদন কালি কালের কামিনি! গজানন মাত গেম। গজেন্দু গামিনি । চণ্ডিক চামুণ্ডে চণ্ড মুণ্ড বিনাশিনি। ভৈরবি ভুবনেশ্বরি ভব বিলাসিনি। মহাবিদ্যা মহেশ মোহিনী মহামায়। ভুবন ভুলালে শ্যাম দিয়া মহামায়া। ত্রিতাপ তারিণি তার তিমিৰু বরণি । হের গে। হেরম্বমাতা হরের ঘরণি । মিস্ত। রিণি নৃত্যকালি নিশুম্ভ বিনাশ। কান্ত অনৃেষিতে আসা পূর্ন্ত কর আশা। বেদে বলে বিশ্বমত কেব তোমা বই । আমি ত জননি তবে তা ছাড়ল ।