পাতা:অবলা প্রবলা.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ অবলা প্রবল। ক্ষতি কি ইহাতে শঠ বল দেখি তাই । মোহিনী যথন রোধে দিয়াছিল ভাত । তথন না সৈল তর কাটিবারে পাত । রাজবালা হয়ে সেকি আম। হৈতে বড়। নাগর শুনিয়া ভয়ে হৈল জড়সড় । মুথে বলে আজ্ঞ আজ্ঞ। তবে প্রভু থাই । সদাগর বলে এ কাজের কথা ভাই। যত করে পরিহাস নাহি বুঝে তায় যুবরাজ ভেলহ চায় আর থয়। রতি মতি রাম বলা বেশে থেকে পাশে । যুবকের ভাব দেখে মুখ টিপে হাসে। যুলার ভোজন হৈলে পরে গেীরা সূতা । সেই পাতে বৈসে থেতে হয়ে হৰযুত নিরথিয় নাগর আশ্চর্য্য হয়ে কয় । এ কেমন কর্ম্ম সদাগর মহাশয় । আমি ভূত্য ভূমি ভর্ত্তা খাও মম পাতে। এ কোন সিধান ক্ষম কহি যোড় হাতে । বিচারিলে ইথে মোর অপরাধ হবে । লোক মাঝে তোমার কম ঙ্ক লোকে কবে । সদাগর হেসে কহে শুন শঠরাজ ! থেতে নিজজনের উচ্ছিষ্ট নাছি লাজ । যুবক কহিল প্রভু করি নিবেদন । মোরে কেন শঠরাজ কর সম্বোধন । সদা গর কহে ভূমি করিলে যে কর্ম্ম । শঠ শিরোমণি কিনা বুঝে দেখ মম। বিশেষতঃ শঠ বলি ডাকিতে তোমায়। অলঙ্কার বিহনে আমার লজ্জা পায় ।