পাতা:অবলা প্রবলা.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஆச অবলা প্রবল । রায় শুনলো ললনা। ভেঙ্গে চূরে বল আমি নাবুকি স্থলন । ধনী কহে কহিতাম বিশেষ কাহিনী । যদি হইতাম আমি ও মনোমোহিনী ॥ তবে যদি নিতান্ত না বুঝে তব মন । বলা যাবে এর পরে বুঝি বে তখন। ধনী কহে যত কথা দুই মানে তার। নাপায় ধরিতে ছুঁতে নাগর যাহার । যদি ধরে কোন কথা করি এক মানে। আর মানে শশি মুখী করে বিদ্যমানে। নাগরের কিন্তু ইথে সন্দেহু বাড়িল । নারী মোর বৰি ব্যভিচারিণী হইল । বুঝি সেই সদাগর সৰ্বনাশ কৈল । মোর নারী লেগে নৈলে কেন এতকৈল। বনিতার মুথে আড় ৰাক্য শুনি তায়। ভুষ্ট না হইলে হেন কথা কোথা পায়। ক্রোধ সম্বরণ শেষে না পারি করিতে। ডাকিয়া কাস্তায় রায় লাগিল কহিতে । শুন লো সুন্দল্লি তৰ ছাড় হাবভাব। দলট হয়েছ তুমি বুৰিলামভাব। জানি আগে বিশেষ বৃত্তান্ত আমি তার। সমুচিত দিব শান্তি রাথে সাধ্যকার। এত বলি ক্রোধে পুনঃ না কহিয়া কথা। আমনি বাহিরে উঠে আসে হৈতে তথ। নিরথিয় শশিমুখী চিন্তিত অগাৰু। রতি মতি কহে ইথেভাবনা কি আর ॥রাম বলা তখনি সাজিল পুনৰ্বার। সদাগর বেশ করি দিল নায়ি