পাতা:অঙ্ক পুস্তক.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 *

  • " কষ
    {

দুই শত চল্লিশ ভরির কত কমি হয়, বাকী কাটিয় তাহ বুঝিবে নিশ্চয়। পাচ কড়া এক ক্রান্তি ভরি প্রতি ললে, যতেক ভরি কমি হয় একুন করিবে; একুনের আসল লইয়া তাসল পূরিবে, কমুনির হার এই নিতান্ত জানিবে: একুনের অৰ্দ্ধ লইয়া অভ্যাসল পূরিবে, কমুনি করিলে ভাই বুঝ অনুভবে; পূরিলে তাহার যত ভরি কমি স্থায়, মোটে কমি দিয়া ললে শুভস্কর কয়। গজ কষী। থান কষণ কথা কিছু শুন শিশুগণে, যে হয় থানের দর রাখিবে যতনে; iন মাপি গজ তার কর নিরূপণ, আনার হTর ধরি তাহা করিবে হরণ, যত হাত হইবেক অণনার তলে দিয়া, হরিবে থান কষা অস্ক সাবধান হষ্টয়; হরিলে হরণ অস্ক কসি তলে রয়, গজ প্রতি তত পড়ে শুভঙ্কর কয়। দস্তা থাপর আদি সের পরিমাণ লিথি, চারি পোয়ায় সের হয় সর্ব্বত্রে দেথি। ছয় শত মাষায় সের বৃক অনুমান, ছয় হাজার ডেড় শত রতির প্রমাণ;;