পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত বিশেষ থাকিতে পারে, তরল পদার্থের বিভিন্ন স্থানে চাপের যৎসামান্স ইত্তরবিশেষ ঘটিলেই তরল পদার্থ সরিয়া গিয়া চাপ সমান করিয়া লয় । অপরিচালকের ভিতর তাড়িতের উদ্ধৃতি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণ হইতে পারে। পরি চালকের ভিত্তর তাড়িভের উদ্ধৃতি সৰ্ব্বত্র সমান হইবে ; একটু ইতর বিশেষ হইলেই তাড়িত খানিকটা সরিয়া গিয়া উদ্ধৃতি সমান করিয়া লইবে। পরিচালক ও অপরিচালক উভয়ের স্বভাব এই উভয়ে তাড়িতের যে সকল ক্রিয়া লক্ষিত হয়, তৎসমুদয়ই এই বিভিন্ন স্বভাব হইতে উৎপন্ন । পরিচালকের ভিতরে উদ্ধৃতি সৰ্ব্বত্র সমান থাকে ; এই কারণে পরিচালকের ভিতরে বহিঃস্থ তাড়িতের কোন টান বা ঠেল প্রবেশ করে না । এই কারণে পরিচালকের কোন স্থানে থানিকট তাড়ি ও সঞ্চার করিলেই সমুদয় তাড়িতটা কেবল পিঠেরই উপর ছড়াইয় পড়ে, আবার এমন হইয়া ছড়াইয় পড়ে, যাহাতে সমুদয় পরিচালক ব্যাপিয়া উহার উদ্ধৃতি সমান হয়, অর্থাৎ পরিচালকের ভিতরে কোন জায়গায় টান বা ঠেল মা যায়। জল যেমন যেখানে চাপ অধিক সেথান হষ্টভে যেখানে চাপ অল্প সেইখানে যাইতে চেষ্টা করে, তাড়িত সেইরূপ যেখানে উদ্ধতি অধিক, সেখান ইষ্টতে যেখানে উদ্ধৃতি অল্প, সেইখানে যাইতে চেষ্টা করে, "#i. দি অপরিচালকের ব্যবধান থাকে, তবে ফলে চেষ্টা মাত্রই দাড়ায়, তাড়িত এক স্থান হইতে অষ্ঠত্র যাইতে পারে না, মধ্যে একটা টান পড়ে মাত্র । আর যদি পরিচালকের ব্যবধান থাকে, তাহা হইলে তাড়িত অক্লেশে গড়াইয়া যায়, উভয়ত্র উদ্ধৃতি সমান হইয়া পড়ে, টান পড়িতে পায় না। পরিচালকের ও অপরিচালকের এই স্বাভাবিক প্রভেদ মনে রাখিলে তাড়িতঘটিত প্রায় সমুদয় ক্রিয়াই একরূপ বুঝা যায় । মনে কর একটী পিত্তলের ভাটায় ধন-তাড়িত সঞ্চিত করিয়া স্থতা দিয়া ঝুলান গেল। তাহার চারি পার্শ্বে অপরিচালক ধায়ু মাত্র বর্তমান । নিকটে উদ্ধৃতি অধিক, যত দূরে যাইবে উদ্ধৃতি ততই কমিবে । আর একটা ছোট ভাটায় ধন-তাড়িত লইয়া নিকটে ধরিলে উহা ক্রমে দুরে যাইতে চাহিবে । কেননা এই ধন-তাড়িত যে দিকে গেলে উদ্ধৃতি কমে, সেই দিকেই যাইতে চায়। ধন-তাড়িতের সহিত ঋণ-তাড়িতের ৰিভেদ মনে করিলেই বুঝা যাইবে, যে সেই প্রদেশে ঋণ-তাড়িতযুক্ত একটী ছোট ভাট রাখিলে সে ক্রমে দূর হইতে নিকটে আসিবে। ধন-তাড়িত যেখানে উদ্ধৃতি অধিক সেখান হইতে যেখানে কম সেই দিকে যায়, ও৭ জড়িত যেখানে কম সেখান হইতে যেখানে বেশী, সেই [ ৬১২ ] তাড়িত মুখে যায়। ধন-তাড়িত ধন-তাড়িতকে যেন ঠেলিয়া দেয়, ঋণ-তাড়িতও ঋণ-তাড়িতকে যেন ঠেলিয়া দেয়, আর ধনতাড়িত ঋণ তাড়িতকে যেন টানিয়া লয় । তাড়িতের পরিমাণ ।-তড়িৰীক্ষণযন্ত্র তাড়িতের অস্তিত্বনিরূপণার্থ ব্যবহৃত হয় । তাড়িত কোম্‌ জাতীয় তাহা ও সহজে স্থির করা যাইতে পারে। উপস্থিত তাড়িতে যখন যন্ত্রের পাত দুইখান ছাড়াছাড়ি করিয়াছে, সেই সময় কাচের তাড়িত নিকটে আনিলে যদি সেই ছাড়াছাড়ি আরও বাড়িয়। যায়, তাহা হইলে বুঝিবে ষে উপস্থিত তাড়িত ধন-তাড়িত, আর যদি ছাড়াছাড়ি কমিয়া যায় তাহ হইলে বুঝিবে যে উহা ঋণ তাড়িত। ধন ও ঋণ উভয় পাসাপাসি করিয়া অনিয়া ধরিলে যদি পাত দুইখানির কিছুই ছাড়াছাড়ি নী হয়, তাহা হইলে বুঝিবে যে ধন ও ঋণ উভয়ের পরিমাণ সমান । কতটা ছাড়াছাড়ি হইল দেখিয়া তাড়িতের পরিমাণও স্থলতঃ নির্ণীত হইতে পারে । সুক্ষ্মভাবে তাড়িত পরিমাণের যে সকল প্রণালী আছে তাহার উল্লেথ নিম্প্রয়োজন। এই পৰ্য্যন্ত মনে রাখিতে হইবে যে যন্ত্রদ্বারা তাড়িতের জাতি ও পরিমাণ উভয়ই নির্ণীত হইতে পারে । তাড়িতের অনশ্বরতা —এইরূপে যন্ত্রদ্বারা পরিমাণ ও পরীক্ষা করিয়া দেখা গিয়াছে তাড়িতের ধ্বংস নাই। উহ! এক স্থান হইতে বা এক আধার হইতে অন্য স্থানে বা আধারে যাইতে পারে, কিন্তু উহার কণিকামাত্র ধ্বংস পায় না । সাধারণতঃ তাড়িত যে বহুক্ষণ একত্র আবদ্ধ রাথিতে পাপ্পা যায় না, তাহার কারণ পাশ্ববৰ্ত্তী পদার্থের আংশিক পরিচালকত্বমাত্র । তাড়িত বায়ুপথে ও ধূলিকণা জলকণা প্রভৃতি আশ্রয়ে আস্তে আস্তে পরিচালিত হইয়া এক দ্রব্যের পিঠ হইতে অন্ত দ্রব্যের পিঠে যায়, কিন্তু ধ্বংস পায় না। লর্ড কেলবিন কাচের ফাঁপা বৰ্ত্তল বায়ুশুষ্ঠ করিয়া তাহার ভিতর বহু বৎসর ধরিয়! তাড়িতযুক্ত বস্তু আবদ্ধ রাখিয়াছিলেন ; বহু বৎসরেও তাড়িতের পরিমাণ কমে নাই । অর্থাৎ দশভাগ ধন-তাড়িতে পাচভাগ ধন-তাড়িত যোগ করিলে সৰ্ব্বত্র ও সর্বদা ঠিক্‌ পোনের ভাগ ধন-তাড়িতই পাওয়া যায় । যোগের সময় পরিমাণ কমে না । আবার দশ ভাগ ঋণ-তাড়িতে পাচ ভাগ ঋণ-তাড়িতের যোগে সৰ্ব্বত্র পোনের ভাগ ঋণ-তাড়িত হয় । আবার দশ ভাগ ধনে আট छॉ१ ५:१ cशांश्न कब्रिtण झुझे ऊां* थम श्ब्र । लभं जां* ५८न দশ ভাগ ঋণ যোগ করিলে ধন বা ঋণ কিছুরই অস্তিত্ব থাকে না । এ স্থলেও ধনে ও ঋণে যোগ হইয়াছে ৰলিতে হইবে ; उँशंप्लग्न क्षश्न द। नात्र श्ब्रांtछ् रुनिtण छूण श्हे८द ।