পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्ब्र পিপুল, জায়ফল ও কাঁকড়াশুঙ্গা ইহাদের চুর্ণ মধুর সহিত লেছন করিলে অতি উগ্রতর শ্বাসরোগ হইতেও বিমুক্তি হয়। একখানি দা বনধুটের অগ্নিতে তপ্ত করিয়া পঞ্জরদেশ দগ্ধ করিলে শ্বাস নিশ্চয় বিলুপ্ত হয়। আদার রস দ্বারা নস্ত করিলে এবং মধু সৈন্ধব, মনঃশিলা ও মরিচ একত্র বাটিয়া অঞ্জন প্রয়োগ করিলে মুচ্ছ নিবৃত্ত হয়। শীতলজল চক্ষুতে সেচন করিলে, সুগন্ধি ধূপ দিলে ও হুগন্ধি পুষ্পের সাণ লইলে, কোমল তালপত্রের বায়ু সেবন | এবং কোমল কদলীপত্র স্পর্শ করাইলেও মৃচ্ছ প্রশমিত । श्हेम्नां थां८क । | আদার রস, ময়রস এবং সৈন্ধ একত্র করিয়া কবল করিলে অরুচি বিনষ্ট হয়। গুলঞ্চের কাথ শীতল করিয়া মধু প্রক্ষেপ দিয়া পান করিলে অথবা বিটুলবণ ও স্বর্ণমাক্ষিক, ; রক্তচন্দন অথবা চিনির সহিত লেহন করিলে নিশ্চয় ৰমন । अंश्ffश्व श्च । গোড়ানেবু, ছোলঙ্গনেবু, দাড়িম, কুল এবং পালং এই সকল দ্রব্য মিশ্ৰিত করিয়া মুখে লেপন করিলে পিপাসা ও i মুখের অভ্যস্তরে যে ফুসকুড়ি উৎপন্ন হয়, তাহা নষ্ট হয়। মধু সংযুক্ত শীতল দুগ্ধ আকণ্ঠ পান করিয়া তৎক্ষণাৎ বমন করিয়া | ফেলিলে অথবা মধু বটের ঝুরি এবং থৈ একত্র করিয়া মুখে ধারণ করিলে পিপাসা নিবারিত হয় । বলবান ব্যক্তিদিগের অতীসার হইলে উপবাস করা : বিধেয়। গুলঞ্চ, কুড়চিছাল, মুখ, চিরাত, নি, আতইচ | এবং শুঠ ইহাদের কাথ সেবনে অতীসার বিনষ্ট হয় । শুঠ, ওলঞ্চ, কুড়চি ও মুত দ্বারা কাথ প্রস্তুত করিয়া সেবন করিলে উপকার হয়। আকন্দ, গুলঞ্চ, ক্ষেৎপাপড়া, মুথা, গুঠ, চিরাতা ও ইন্দ্রধব ইহাদের কাথ সৰ্ব্বপ্রকার অতীসারনাশক । হরীতকী, সোদাল, কটকী, তেউড়ী ও আমলকী-সিদ্ধ কাথ সেবন করিলে মলকুদ্ধতা নষ্ট হয়। সৈন্ধব অতি স্বল্প চূর্ণ করিয়া জলের সহিত নস্ত করিলে | হিন্ধ নষ্ট হয়। শুঠ চুৰ্ণ চিনির সহিত মিলিত করিয়া নস্ত করিলে অথবা হিস্কুর ধূপ দিলেও হিঙ্কা নষ্ট হয়। পিপুল, পিপুলের মুল, বহেড়া, ক্ষেৎপাপড়া ও শুঠ এই সকল চূৰ্ণ মধুর সহিত লেহন করিলে, অথবা বালকপাতার রস মধুর সহিত সেবন করিলে কাস নিবারিত হয়। পুক্ষরমূল (জভাবে কুদ্ধ), ত্রিকটু কাকড়াশুঙ্গা, কায়ফল, ছৱালভা ও কৃষ্ণজীর ; এই সকল চুৰ্ণ করিয়া মধুর সহিত লেহন করিলে कान् धनंॉकु इग्न । স্বাছনিবারক প্রক্রিয়া, পূৰ্ব্বেই লিখিত হইয়াছে। [ وهه J 曹齋 यङ्८िर्र%छन्न 4द१ 2ोङ्कङ स्रश्द्र ( अर्थ९ बर्दी श्रृंद्र९ ७ बनखुकोरण शर्थात्झएम शाङछ श्रिंख्छ ७ क१ङग्न इङ्गेहण) क्रूरथश्लt५ा । ॐ ङ्ङञ्जःङ्गद्म त्रिश्रृौड, श्ङेंण उठiश्:, ४१ङ्कख बग्न क८छ् বৈকৃতজর কষ্টসাধ্য। বাতজর প্রাকৃত হইলেও কষ্টসাধ্য হইয়া উঠে। অন্তৰ্ব্বেগ জরও কষ্টসাধ্য। ক্ষীণ ও শেfথাক্রান্ত ব্যক্তির জ্বর এবং গম্ভীর ও দৈর্ঘরাত্রিক জর অসাধ্য। ষে বলবান জর কর্তৃক রোগীর মস্তকে হঠাৎ সীমন্তবৎ হয়, সে জর অসাধ্য । যে জ্বরে রোগীর আভ্যস্তরিক দাহ, পিপাসা, কাল, শ্বাস এবং অত্যন্ত মলরদ্ধতা জন্মে, তাহাকে গম্ভীর জর বলে । জরের পূৰ্ব্বে জ্বরের মধ্যে অথবা জরের অস্তে কর্ণমূলে শোথ জন্মিলে জর যথাক্রমে অসাধ্য, কৃচ্ছসাধ্য ও মুখসাধ্য হইয়া থাকে । যে জর বহু হেতু দ্বারা উৎপন্ন ও বলবান হয় এবং বহু লক্ষণfক্রান্ত থাকে, সেই জ্বর রোগীর জীবন বিনষ্ট করে । যে জরের উৎপত্তি মাত্রই রোগীর চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়সমূহের শক্তি বিনাশ করে, সে জর অসাধ্য । যে ব্যক্তি জরে হতজ্ঞান ও বিগতস্থৰ্যযুক্ত হয়, উত্থানশক্তি না থাকা প্রযুক্ত পতিতের ন্যায় শয্যায় শয়ন করিয়া থাকে এবং অভ্যন্তরে দাহ অথচ বাহ শীতদ্বারা পীড়িত ছয়, তাহার জীবন নষ্ট হয় । যে জররোগীর শরীর রোমাঞ্চিত, চক্ষুদ্বয় রক্তবর্ণ, হৃদয়ে সাঙ্ঘাতিক বেদন এবং মুখ দ্বারা শ্বাস বিনির্গত হয়, তাহার জীবনে আশা নাই। যে জুরে রোগীর হিঙ্কা, শ্বাস, পিপাসা, মৃচ্ছ1, চক্ষুর বিভ্রম ও ক্ষণত উপস্থিত হয় এবং সৰ্ব্বদ শ্বাস বিনির্গত হইতে থাকে, সে জুর রোগীর প্রাণনাশ করে। যে জুরে রোগীর প্রভা ও ইঞ্জিয়শক্তির হীনতা, শরীরের ক্ষীণতা ও অরুচি জন্মে এবং অতি দুঃসহ বেগের সহিত গম্ভীর জুর হয়, সেই জ্বরে রোগী প্রাণ ত্যাগ করে। শুক্ৰধাতুপ্রাপ্ত জুরে শিশ্নের স্তন্ধতা এবং অত্যন্ত শুক্ৰক্ষরণ হইয়া থাকে। এই জ্বর প্রাণনাশক । যে ব্যক্তির প্রথম উৎপত্তিকাল হইতেই বিষমজুর অথবা দৈর্ঘ্যরাত্রিক জ্বর হয়, তাহার জ্বর অসাধ্য। ক্ষীণকায় ও রুক্ষ दाख् िशखैौब्र खुब्रजांख श्रण उांशब्र थांभवि८ब्रां★ श्द्र । যে জুর প্রলাপ, ভ্রম, শ্বাসযুক্ত এবং তীক্ষ হয়, সেই জ্বর সপ্তম কিংবা দশম অথবা স্বদেশ দিবসে রোগীর প্রাণনাশ করে । যুরোপে ও আমেরিকায় চিকিৎসা সম্বন্ধে এলোপ্যাথি, হোমিওপ্যাথি গ্রভৃতি ভিন্ন ভিন্ন মত প্রচলিত। এলো