পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`श्ङ्ग [ fos J क़ुब्र প্যাথি মতে জ্বরের নিদান ও চিকিৎসা নিম্নলিখিতরূপ বৰ্ণিত अॉ८छ् জর কাহাকে, বছল যুরোপীয়দিগের মধ্যে তাহ এ পর্যন্ত স্থিরনিশ্চয় হয় নাই। গ্রীগদেশীয় পণ্ডিত গেলেন শারীরিক উত্তাপ বৃদ্ধিকে জর নামে অভিহিত করিয়াছেন। জৰ্ম্মণ দেশীয় খ্যাতনামা ডাক্তার ভিরকো (Vircho) বলিয়াছেন যে, স্বায়ুমণ্ডলীর ক্রিয়ার বৈলক্ষণ্য হইলে শরীরের সমস্ত ঝিল্লী (Tissues) ধ্বংস হইয়া যায় ও তাহাতে শারীরিক উত্তাপ বৃদ্ধি হয়। কিন্তু অনেকেই পূৰ্ব্বোক্ত কারণ দুইটকেই অর্থীকার করেন । কেহ কেহ বলেন যে, শারীরিক রক্ত বিষাক্ত হইলে সমস্ত শরীরের ভাব পরিবর্তিত হয় এবং তাহাতেই জর হয়। কিন্তু আধুনিক চিকিৎসকগণের অধিকাংশই বলিয়া থাকেন যে, শারীরিক ঝিল্লির ধ্বংস হেতু দৈহিক উত্তাপের বৃদ্ধি হয় এবং তাহাতেই জরের উৎপত্তি হয়। সংক্ষেপত: শারীরিক সন্তাপ বৃদ্ধিকেই জরোৎপত্তির লক্ষণ বলিয়া গণনা করা যায়। জর হইলে শারীরিক সন্তাপ বৃদ্ধি ব্যতীত শ্বাস ও নাড়ীর বেগ বৃদ্ধি হয় এবং স্বেদনির্গম ও মূত্রাদির ব্যত্যয় হইয়া থাকে । অধুনা মানবশরীরে যত প্রকার পীড়া সঙ্ঘটিত হয়, তাহার মধ্যে জররোগই অধিক । আবার নানাবিধ জরভুক্ত রোগীর সংখ্যা সমষ্টির মধ্যে অনেকেই ম্যালেরিয়া জরে পীড়িত । ম্যালেরিয়া যে কি পদার্থ তাহ অদ্যাবধি কেহই স্থির করিতে পারেন নাই । ম্যালেরিয়ার উৎপত্তি সম্বন্ধে অনেক মতভেদ দৃষ্ট হয়, তন্মধ্যে কয়েকটা মত নিয়ে লিখিত হইল । ১। ইতালী নিবাসী বিখ্যাত চিকিৎসক লেন্‌সিসাই (Lancisi) বলেন যে, উদ্ভিজ্জাতি পচিয়া ম্যালেরিয়া উৎপন্ন হয়। ২ । ডাক্তার কটক্লিফ (Cutcliff) স্থির করিয়াছেন যে সমতল ভূমি, নিম্ন ভূমি, উপত্যক প্রভৃতি স্থানের নিম্নস্থ আৰ্দ্ৰতা যদি অধিক পরিমাণে উপরে উঠিয়া পৃথিবীর উপরিভাগ হইতে রীতিমত বাম্পোদগম রোধ করে, তবে তাহা হইতে ম্যালেরিয়া উদ্ভূত হইয়া থাকে। ৩ । ডাক্তার স্মিথ (Dr. Smith) বলেন, মৃত্তিক যত জার্স হইবে এবং সেই আৰ্দ্ৰতা যে পরিমাণে উপরে উখিত হইবে, ম্যালেরিয়া বিষের ততই আধিক্য হইবে । ৪ । ডাক্তার ওলডহাম (Oldham) বলেন, শীতলতার হঠাৎ আবির্ভাবই ম্যালেরিয়ার প্রধান কারণ। তিনি বলেন, যে স্থানে হঠাৎ উত্তাপের হ্রাস ইবে,তথায় নিশ্চয় ম্যালেরিয়া फेडूठ इऐएव । مي s । खखिtद्म भूनि (Dr. Moor) श्वि द्विप्रांग्छ्न cश्, WII 今や উদ্ভিদবিগলিত জলপান করিলে ম্যালেরিয়াজনিত পীড়া উৎপন্ন श्हेब्रा थाहक । “माॉ८णब्रिग्रा” ५कüी हेङॉलौब्र भक ; ऐशब्र অর্থ দুষিত বায়ু। নিম্নলিখিত উপায় অবলম্বন করিলে এই बिाबद्र श्रड श्रउ किञ्च९ भब्रिभार१ भूखिाणांड कब्र याहेरङ পারে (ক) বসবাটীর চতুর্দিকস্থ পয়োপ্রণালী পরিষ্কার রাখা ও যাহাতে পুষ্করিণীর জল লতাপাত পচিয়া নষ্ট না হয়, তদ্বিষয়ে বিশেষ মনোযোগী থাকা কৰ্ত্তব্য । (थ) अग्नि ७ भूमदांज्ञा भाi८णब्रिग्ना दिब नहे रुग्न । (গ) বাটীর চারিকে বৃক্ষ থাকিলে তাহ দ্বারা দুষিত বায়ু পরিশুদ্ধ হয় । , (ঘ) দিবা অপেক্ষ রাত্রিকালে ম্যালেরিয়া বিষ অধিক পরিমাণে বায়ুর সহিত মিশ্রিত থাকে ; সুতরাং রাত্রিকালে যতদূর সম্ভব বস্ত্র দ্বারা নাসিকাদ্বার বন্ধ করিয়া গৃহের বাহিরে যাওয়া কৰ্ত্তব্য। শরৎকালে তীক্ষ রৌদ্র এবং হেমন্তের দুরন্ত শিশির জয়রোগীর পক্ষে সৰ্ব্বতোভাবে পরিত্যাগ করা বিধেয় । (ঙ) প্রত্যুষে কোথাও যাইতে হইলে মুখপ্রক্ষালনাদি ক্রিয়া সমাপনাস্তে কিছু ভক্ষণ করিয়া যাওয়া উচিত। (চ) আমাদিগের দেশে বর্ষার শেষ হইতে অগ্রহায়ণের অৰ্দ্ধেক পৰ্য্যন্ত এই পীড়ার অত্যন্ত প্রাদুর্ভাব হইয়া থাকে। এইকালে সকলের সাবধান থাকা উচিত । এই সময়ে ক্ষেৎপাপড়া, গুলঞ্চ প্রভৃতি তিক্ত দ্রব্য ঔষধের দ্যায় ব্যবহার করা যুক্তিযুক্ত। হেলেঞ্চ, পলতা প্রভৃতি ব্যঞ্জনের সহিত আহার করিলে বিশেষ উপকার হইতে পারে । ম্যালেরিয়া-সমুদ্ভূত জর সাধারণতঃ দুইভাগে বিভক্ত— » FiffHtn sa (Intermittent fever) s z wafata ng (Remittent fever) সবিরাম জর । এই জরকে পর্য্যায়-জর বলা যায়। এই জর সম্পূর্ণরূপে ধিরত হয় ; জরের বিরামাবস্থায় রোগী আপনাকে মুস্থ বোধ করিয়া থাকে। এই জরের কারণ দ্বিবিধ— পূৰ্ব্ববর্তী ও উদ্দীপক। (ক) অতিরিক্ত পরিশ্রম, রাত্ৰিজাগরণ, অধিক সুরাপান, অতিশয় স্ত্রীসংসর্গ ইত্যাদি ; (খ) রক্তের অবিশুদ্ধাবস্থা ; (গ) অস্বাভাবিকরূপে শারীরিক উত্তাপের হ্রাস ; এইগুলিই এই পীড়ার পূর্ববৰ্ত্তী কারণ। দুভিক্ষ, অধিক পরিমাণে অঙ্গারক (Carbon) বা অগুলাল (Albumen) মিশ্রিত খাদ্যাদি ভক্ষণ, উদ্ভিজ্জাদি বিগলিত জলপান, উত্তরপূর্বদিকের বায়ুসেবন প্রভৃতি এই জরের উদ্দীপক কারণ।