পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खुग्न =; বিনষ্ট হয়। অধিক দিন স্থায়ী প্রদাহ হেতু যদি কোন শারীब्रिक ख्रिह्मैौब्र ८कांन निमङय अश्नं दिङ्कङ श्रणयां क्षप्ति ८कांन স্থানে পূৰ্য সঞ্চিত কিংবা গুটিল রোগ হেতু ক্ষয়জর উৎপন্ন হয়, তবে এই রোগ সহজে ভাল হয় না। কিন্তু রোগী বৃন্ধ ন হইলে আরোগ্য লাভের আশা করা যাইতে পারে। চিকিৎসা । এই জরে প্রথম ও দ্বিতীয় অবস্থায় ঔষধ সেবন করিলে উপকার হইতে পারে। কিন্তু তৃতীয়াবস্থায় প্রধান প্রধান উপসর্গ দূর করিবার জন্তই ঔষধ দেওয়া হইয়া থাকে। এ অবস্থায় ঔষধ সেবনে আরোগ্য লাভের আশা অল্প । পরিপাচক শ্লেষ্মিক ঝিল্লীর কোন পীড়ার সহিত ক্ষয়জর সংস্থষ্ট হইলে রোগীকে লঘু আহার দিবে, তাহার গৃহের বায়ু পরিশুদ্ধ রাখিবে ও অল্পমাত্রায় ipecacuanha s anodynes ffers Tristäts &8* ব্যবস্থা করিবে । অবস্থা বিবেচনা করিয়া acetate of ammonia wool win offixto nitrate of potash 8 spirit of nitreo Afos cinchona fool was coin ঔষধ প্রয়োগ করিবে । শারীরিক ঝিল্লীর পরিবর্তন হইলে liquor potassic wool Brandish's alkaline solu tion S conium «Jozo

    • ggio &# sulphate of zinks, sulphuric acid এবং বিশেষ বিশেষ মাদক ঔষধ প্রশস্ত ।

মূত্রাশয়গত জ্বরের কারণ দূরীভূত করিতে পারিলে উক্ত রোগ ভাল হয়। এই অবস্থায় প্রত্যুষে গাত্ৰোখান, শারীরিক ও মানসিক ব্যাপৃতি, লযুদ্রব্যাহার, মাদকদ্রব্য, ভ্রমণ এবং সমুদ্র যাত্র পরিত্যাগ প্রভৃতি বিষয়ে রোগীর মনোযোগী হওয়া বিধেয় । ক্ষার ও খনিজপদার্থ মিশ্রিত জল ব্যবহার করিলে বিশেষ উপকার হইতে পারে । শরীরের কোন দুষিত অংশের শোষণ অথবা প্রদাহ হেতু ক্ষয় জর উৎপন্ন হইলে প্রদাহনিবারণ ও যাহাতে সেই দূষিত অংশের সংস্রবে অপর অঙ্গ দূষিত না হয়, তাহার প্রতি বিশেষ মনোযোগ প্রদান করা বিধেয় । Opium, morphine, hop, henbane, hemlock প্রভৃতি প্রয়োগে প্রথম এবং বলকারক, লঘু পথ্য, বিশুদ্ধ, পরিষ্কার বায়ুসেবন, বলকারক ঔষধ, পচননিবারক ও সঙ্কোচক প্রভৃতি ঔষধ ব্যবহারে দ্বিতীয় উদ্দেশু মুসিদ্ধ হইতে পারে। wool foobal off acetate of ammonia got acetate of morphine first, potash 8 chlorate footh এবং মাদক দ্রব্যের সহিত পূর ব্যবহার করিবে। Acetate of Ammonia e citation fifts of oil [ రిసి } एङ्खन्न ব্যবহার করিলে গাত্রোয়া ও অতিরিক্ত মৰ্ম্মোদগম নিবাब्रिऊ इञ्च । यूझ दशकांग्नक ७ नंङाकांद्भक खेय८५द्र नश्ठि Prussic acid fif-S If I 2 Cofs fre RfWRS লিবারিত হয় । ক্ষয়জর চিকিৎসা করিতে হইলে পথ্যের প্রতি প্রধান দৃষ্টি রাখা কর্তব্য। ভিন্ন ভিন্ন অবস্থায় পৃথক পৃথকৃ আহারের ব্যবস্থা করিবে । গাধা, গাভী ও ছাগলের দুধ, भ७, छोप्लेक भांश्वभ, श्रठि शूद्रांठन द्रभ भश्नभिथिठ क्षु, छित्रफ़ि মাছ, বলকারক অন্যান্ত খাদ্য ও আঙ্গুর ফল প্রভৃতি ব্যবস্থেয় । পুরাতন সেরি, পোট, অথবা হারমিটেজ মদ্য ব্যবহার করিলে উপকার পাওয়া যায় । এই জরকে বিলেপীজরও বলা হইয়া থাকে। ozfszffsą (Puerperal fever )–stfśst Ratzপ্রসবের পর কখন কখন এই রোগে আক্রান্ত হয় । সাধারণতঃ প্রসবের পর তৃতীয় দিবসে এই জর প্রকাশ পুর। এই জর ভিন্ন ভিন্ন আকারে দৃষ্ট হইয়া থাকে। ডাক্তার গুচ্‌ ( Dr. Gooch ) বলেন, স্থতিকাজর দুই শ্রেণীতে বিভক্ত প্রদাহিক ও অন্ত্রিক । ডাক্তার লী ( Dr. Robert Lee) axt * e?IGRA (Dr. Ferguson) www, *el চারি শ্রেণীতে বিভক্ত । প্রদাহিক সূতিকাজর (Inflamatory ) । অন্ত্রাবরণ প্রদাহ এবং কখন কখন জরায়ু, অণ্ডাধার ও মুত্রাশয়াদির উত্তেজনা হেতু এই জর উৎপন্ন হয়। প্রথমে শীত ও কম্প, পরে উষ্ণতা, পিপাসা, মুখের রক্তবর্ণতা, নাড়ীর দ্রুতগতি এবং ঘন ঘন শ্বাসপ্রশ্বাস প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। গাত্রের অস্বাভাবিক তাপ শীঘ্রই কমিয়া যায় ; পরে বিবমিষা, বমন, "যোনির্দেশ হইতে উদর পর্য্যস্ত বেদনা অনুভূত হইতে থাকে। ক্রমে নাড়ীর স্পন্দন উগ্র, জিহব। মলাবৃত ও প্রস্রাবের পরিমাণ অল্প হয়। এই জর ১০১১ দিন স্থায়ী হয়, কখন কখন রোগী প্রথম দিবসেই মৃত্যুমুখে পতিত হয় । wift offo (Typhoid puerperal fever) at রোগ অতিশয় সাজঘাতিক । বিভিন্ন প্রকারে ইহা প্রকাশিত হয়। এই জর সামান্ত আন্ত্রিক জরের সহিত সম্বন্ধ এবং অন্ত্রিক জরে যে সমস্ত লক্ষণ দৃষ্ট হয়, ইহাতেও তাঁহাই দেখা যায়। এই রোগে ঔষধ প্রয়োগে বিশেষ ফল পাওয়া যায় না । রোগী কয়েক ঘণ্টা” এবং কখন কখন দুই চারি দিনের মধ্যেই প্রাণত্যাগ করে। ( স্থতিকাজর দেথ । ] cows: (sweating or miliary fever) witàfor