পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় এবং অপমানকর । তাই সদস্তে প্রশ্ন করিলেন, তবে তার কাছে ফিরে না গিয়ে আমার কাছে পড়ে থাকা কিসের জন্যে ? সবিতা কি একটা জবাব দিতে যাইতেছিলেন, কিন্তু সারদা হঠাৎ মুখে হাত চাপ দিয়া বন্ধ করিয়া দিল, বলিল, কার সঙ্গে ঝগড়া করচেন মা, রাগের মাথায় সব ভুলে যাচ্ছেন ? * সবিতা সেই হাতটা সরাইয়া দিয়া কহিলেন, না সারদা, আর আমি ঝগড়া করবো না। ওঁর যা মুখে আসে বলুন আমি চুপ করে রইলুম। আচ্ছ, কাল এর সমুচিত ব্যবস্থা করবো, বলিয়া রমণীবাবু ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং মিনিট-দুই পরে সদর রাস্তায় তাহার মোটরের শব্দে বুঝা গেল তিনি বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন । সারদা সভয়ে জিজ্ঞাসা করিল, সমূচিত ব্যবস্থাটা কি মা ? জানিনে সারদা। ও-কথা অনেকবার শুনেচি, কিন্তু আজো মানে বুঝতে পারিনি। কিন্তু মিছামিছি কি অনর্থ বাধলে বলুন তো । সবিতা মৌন হইয়া রহিলেন । সারদা নিজেও ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, রাত হোলো, এবার আমি যাই মা । धोंYe भी | সেই মাত্র ভোর হইয়াছে, সারদার দরজায় ঘা পড়িল । সে উঠিয়া দ্বার খুলিতেই সবিতা প্রবেশ করিয়া বলিলেন, রাজু এলেই আমাকে খবর দিতে ভুলো না সারদা । র্তাহার মুখের প্রতি চাহিয়া সারদা শঙ্কিত হইল, বলিল, না মা, ভুলবো কেন, এলেই খবর দেবো । সবিতা বলিলেন, দরওয়ান খবর দিয়েছে রাত্তিরে রাজু ঘরে ফেরেনি । কিন্তু যেখানেই থাকু আজ তোমাকে নিয়ে যেতে সে আসবেই । তাই তো বলেছিলেন । আজই আসবে বলেছিল তো ? না তা বলেননি, শুধু বলেছিলেন মেয়েটির অমুখে তাকে সাহায্য করতে । তুমি স্বীকার করেছিলে তো ? כיר ) لاسسسدة لا