পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fääरह . [ છઠ્ઠન ] ইহাতে প্রায় ৩৬• মাইল দীর্ঘ রাস্ত আছে। করাচি ও #प्ले नेिब्रा ८रूप्लेब्रि भर्षीख दूह९ नाभब्रिक बज्र किद्ररू ॐবিভাগের উত্তর দিয়া গিয়াছে। ২০টা ধৰ্ম্মশাল এবং ৩৬টী খেয়াঘাট আছে। সিন্ধু-রেলপথ এই উপবিভাগের ৬৩ মাইল স্থান দিয়া গিয়াছে । ইহার ছয়ট ষ্টেশনের নাম-রণপেথানি, জঙ্গশাহী, জোনাবাদ, ঝিমপীর, মেটিং ও বোলারি । ঝিরক উপবিভাগে প্রত্নতত্ত্ববিদগণের কৌতুহলাকর্ষক বহুসংখ্যক প্রাচীন কীৰ্ত্তি বিদ্যমান আছে। তন্মধ্যে খৃষ্টীয় | ৭ম শতাব্দীর প্রাচীন ভাস্কোর নগরের ধ্বংসাবশেষ, খৃষ্টীয় ১৪শ শতাব্দীতে নিৰ্ম্মিত মারি-মন্দির, ১৫শ শতাব্দীর কালানকোট এবং ঐ স্থানেই অবস্থিত, তৎপূর্ববর্তী প্রাচীন দুর্গ প্রভৃতি প্রধান। কিন্তু ঠট্টার নিকটবর্তী মাকলিপৰ্ব্বতস্থ প্রাচীন গোরস্থান সৰ্ব্বাপেক্ষ কৌতুহল ও বিস্ময়জনক । এই গোরস্থান পৰ্ব্বতপৃষ্ঠে প্রায় ও বর্গমাইল স্থান ব্যাপিয়া অবস্থিত এবং ইহাতে দ্বাদশশতাব্দী ধরিয়া সকল সময়ের নিৰ্ম্মিত ক্ষুদ্র বৃহৎ প্রায় দশ লক্ষাধিক সমাধি বিদ্যমান আছে। ইহাদের অধিকাংশই ধ্বংস হইয়া গিয়াছে, অবশিষ্টগুলিও | আর অধিক দিন থাকিবে না। আধুনিক গোরের मया । ১৭৪৩ খৃষ্টাবো মৃত এডওয়ার্ড কুক নামক জনৈক ইংরাজ রেসম ব্যবসায়ীর সমাধি-মন্দির প্রধান । ২ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত সিন্ধুপ্রদেশে ਾਂ । জেলার উক্ত ঝিরক উপবিভাগের একটা সহর। অক্ষা২৫° ৩৬' উঃ, জাঘি ৬৮°১৭৪৪ পুঃ । এই নগর সিন্ধুতীরে নদীগর্ভ হইতে ১৫০ ফিট উচ্চ একখণ্ড ভূমির উপর অবস্থিত এবং সিন্ধুনদের প্রহরীর দ্যায় দণ্ডায়মান । ইহার জলবায়ু স্বাস্থ্যকর এবং অবস্থান এত সুবিধাজনক যে, সর চার্লস নেপিয়র ঝিরকের পরিবর্তে হায়দরাবাদে ইংরাজ সৈন্তনিবাস হইয়াছে বলিয়া দুঃখ প্রকাশ করিয়াছিলেন । ঝিরক হইতে উত্তরে ২৪ মাইল দূরে কোটুরি, দক্ষিণপশ্চিমে ৩২ মাইল দূরে ঠট্র ও ১৩ মাইল দূরে মেটিং ষ্টেশন পৰ্য্যন্ত পাকা রাস্ত আছে। এখানে পূৰ্ব্বে বিস্তীণ বাণিজ্য হইত, পাৰ্ব্বত্যজাতীয়ের মেষ বিনিময়ে তণ্ডুলাদি শস্ত ক্রয় করিত। এখন কোটুরি হইতে করাচি পৰ্য্যস্ত রেলপথ হওয়ায় ঝিরকের বাণিজ্য অনেক পরিমাণে হ্রাস হইয়। গিয়াছে । বৰ্ত্তমান শিল্পজাতের মধ্যে উষ্ট্রের পৃষ্ঠের জন্ত একরূপ উৎকৃষ্ট পালান এবং মুমিন্‌ নামে একরূপ ডোরা দীর্ঘকালস্থায়ী কাপড় প্রস্তুত হয় । এখানে ঝিরকের ডেপুটিকালেক্টর বাস করেন। নদী হইতে ৩৫৯ ফিট উচ্চ একটী পাহাড়ের উপর তাহার বাসস্থান অবश्ङि । ङषा इहेtऊ क्षिप्रदनशत्र, निकूननैौ ७क्र क्रांब्रिभिएक 'बहनूज भरीख फूडांश्न पूंटे श्ञ । किङ्गारुबू ठेछान गकण जछि মনোহর। চতুর্দিকে শস্তক্ষেত্রে ধান্ত, বাজরা, শণ, তামাক ও ইক্ষু জন্মে। এখানে ৩টা ধৰ্ম্মশালা, একটা গবর্ষেন্টবিদ্যালয়, একটা অধীনস্থ জেলখানা, একটী বাজার ও দাতব্য-ঔষধালয় ঝিরি, ১ আসামের একটা নদী। ইহা, বরাইল পৰ্ব্বত হইতে বহির্গত হইয়া দক্ষিণমুথে একদিকে কাছাড় জেলা ও অপরদিকে মণিপুর রাজ্য উভয়ের মধ্য দিয়া বরাক নদীতে পতিত হইয়াছে। উভয়পার্শ্বে দুর্ভেদ্য গিরিমালার মধ্যবর্তী সঙ্কীর্ণ উপত্যকাপথে এই নদী প্রবাহিত । ২ সিন্ধিয়া রাজ্যের একটী নগর । এই নগর কোটা হইতে কল্লীর পথে অবস্থিত। অক্ষা ২৫° ৩৩ উ:, দ্রাঘি" ৭৭, ২৮ পূঃ । ঝিল, বস্তাজলপ্লাবিত নিম্নপ্রদেশ, জল, বিল, বৃহৎ জলাশয় । পূৰ্ব্ববাঙ্গালার ঝিল সকল অতি বিখ্যাত। শ্ৰীহট্ট ও খাসি পৰ্ব্বতে অপরিমেয় বৃষ্টিপাতে সুৰ্ম্ম ও অপরাপর নদী ক্ষীত হইয়া উঠে এবং কুল ছাড়াইয়া চতুর্দিকস্থ নিম্নভূমি প্লাবিষ্ণ করিয়া ফেলে। প্রায় ২ • • মাইল বিস্তৃত স্থান এইরূপে বর্ষাকালে জলপ্লাবিত হইয়া বহুদিন পর্য্যন্ত তদবস্থায় থাকে । শীতকালে স্থানে স্থানে শুষ্ক হইয়া মৃত্তিক বাহির হয় মাত্র । জলপ্লাবন সময়ে এই বিস্তীর্ণ প্রদেশ এক প্রকাণ্ড শাস্তু হ্রদের ন্তীয় প্রতীয়মান হয় । স্থানে স্থানে উচ্চ ভূমিতে গ্রাম ও নগর সকল দ্বীপের ন্যায় বিরাজ করিতে থাকে। এইকালে নেকি। দ্বার। যথাতথা গমন করিতে পারা যায়। প্রত্যেক গৃহস্থই নিজ নিজ নেীকারোহণ করিয়া নিজ প্রয়োজন সাধনে গৃহস্তরে বা গ্রামাস্তরে গমন করে । খাসিয়াপর্বতের গোড়; হইতে ত্রিপুরা পৰ্ব্বত ও সুন্দরবন পৰ্য্যস্ত এই ঝিল বিস্তৃত । শীতকালে এখানে প্রচুর ধান্ত উৎপন্ন হয়। অনেক স্থানে শৈবাল ও জলজ গুষ্মে পূর্ণ থাকে। মধ্যে মধ্যে এই মিলে তৃণপত্রাদি লঘু দ্রব্যনিৰ্ম্মিত ভাসমান-দ্বীপ সকল অতি মন ८तः जभूञ्जगिएक नौउ श्३८ङ झुट्टे श्य । নিজামরাজ্যে হায়দরাবাদের পূৰ্ব্বস্থ পথাল হ্রদ হিন্দুরাজগণের কীৰ্ত্তি। এই জলাশয়ই ভারতবর্ষের মধ্যে সৰ্ব্বাপেক্ষা বৃহৎ । ঝিরি (স্ত্রী ) কিরিত্যব্যক্তশব্দোংস্ত্যস্তীঃ ইন্‌ ৰিী। বিরিক (স্ত্রী) ঝি রীতি অব্যক্তশব্দেন কায়তি শঙ্গায়তে, टेक-क फ्रां★ । शिन्नैौ, कॅिर्कि८°ाका । ঝিরী ( স্ত্রী) ব্ধির ইত্যব্যক্তশকোহস্তস্তা: অচ উষ্ণু। ৰিঙ্গী ( শব্দর” ) 響 বিলম্, পঞ্জাবের ছোটলাটের শাসনাধীন রালপিণ্ডি বিভাগে।