পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशैन সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, সে কি বে, তুই গুতে যা। বুড়োমান্থব, দ্বিমে থাকিস্নি । - হিম কোথায় বাৰু, বলিয়া সেইখানেই বেহারী গায়ের কাপড়ট মুড়ি দিয়া গুইয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সতীশ জিজ্ঞাসা করিল, রাত কত হ’লে রে ? বেশী হয়নি বাৰু, বোধ করি দশটা বেজেচে । नउँौ* यांबांब cयौन श्हेब ब्रश्लि । कठयनं श्रृं८ञ्च शृश्करé जेिखांना कब्रिण, चांश्छ, তুই সাবিত্রীদের ঘর টিনিস না বেহারী ? -- বেহারী উঠিয়া বসিয়া বলিল, চিনি ৰৈ কি বাৰু। কতদিন তাকে পৌঁছে দিয়েচি । সতীশ আর কিছু বলিতে পালি না। কিন্তু বেহাৰী বলিল, একবার গিয়ে দেখে আসব কি ? এবারে সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, না না, তুই যাবি কোথা ? সে যে অনেকদূর । বেহালী কহিঙ্গ, দূর কিছুই নয় বাৰু। সতীশ ভাবিতে লাগিল, কথা কছিল না। বেহারী জান্তে আস্তে বলিল, বাৰু, যদি ঘণ্টাখানেকের ৮টি দেন ত দেখে জালি। সকালবেল আসেনি, বোধ হয় অমুখ-বিমুখ হয়ে থাকবে। তথাপি সতীশ কথা কহিল না । বেহারী মনে মনে অস্থির হইয়া উঠিল । আজ সমস্তদিন ধরিয়া সে অভ্যাসমত কথা বলিতে পায় নাই, উপরন্তু, বলিবার বিষয় ইতিমধ্যে এত বেণী সঞ্চয় হইয়া উঠিয়াছে, তাই আর একবার বলিল, নতুন জায়গায় ঘুম আসচে না বাৰু, আর একবার তামাক সেজে দেব কি ? जउँौञ्च अधृभनल हऐब्रो श्रृष्टिब्राष्ट्रिज, जोस्रो लि मा । उद्e cदशौ किकृकम ऐन्यौरु হইয়া অপেক্ষা করিয়া রছিল, শেষে হতাশ হইয় গায়ে কাপড়টা অার একবার টানিয়া সেইখানেই অবিলম্বে ঘুমাইয়া পড়িল । পরদিন ঠিক সময়ে সতীশ স্কুলে চলিয়া গেল। মধ্যাঙ্কে বেহারী হাতের কাজBB BBBS BB BB BBB BDDBBDDD BBB BBD DDDDBBB BD DDS বাহির হইয়া পড়িল, এবং সতর দিনের মাহিনী আদায়ের অছিলায় পুরাতন বাসায় আসিয়া উপস্থিত হইল। অথচ, তাহার এ ভয় ছিল, পাছে রাখালবাৰু কোনগতিকে অফিসে না গিয়া থাকেন। তাই ঘরে ঢুকিয়াই নূতন ভৃত্যের নিকটে সংবাদ yo