পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রই গৃহকোণে একখানা পত্রের খণ্ডাংশ পড়িয়াছিল, জীবানন্দের দৃষ্টি পড়িতেই তাহা সে তুলিয়া লইয়া দীপালোকে পড়িয়া ফেলিল। তাহার মুহূৰ্ত্তকাল পূর্বের সরস ও প্রফুল্ল মুখের চেহারা গম্ভীর ও অত্যন্ত গভীর হইয়া উঠিল। ষোড়শী খাবারের পাত্র লইয়া প্রবেশ করিল। তাহার মনে পড়িল ঠাই করা হয় নাই, তাই সে পাত্রটা তাড়াতাড়ি একধারে রাখিয়া আসনের অভাবে কম্বলই পুরু করিয়া পাতিল এবং নিজের একখানি বস্ত্র পাট করিয়া দিতেছিল, এমনি সময়ে জীবানন্দ কথা কহিলেন ] জীবানন্দ। ওটা কি হচ্চে ? ষোড়শী । আপনার ঠাই করচি। শুধু কম্বলটা ফুটবে। জীবানন্দ । ফুটবে, কিন্তু আতিশয্যটা ঢের বেশী ফুটবে। যত্ব জিনিসটায় মিষ্টি আছে সত্যি, কিন্তু তার ভান করাটায় না আছে মধু, না আছে স্বাদ । ওটা বরঞ্চ আর কাউকে দিয়ো । { কথা শুনিয়া ষোড়শী বিস্ময়ে অবাক হইয়া গেল। ] জীবানন্দ । ( হাতের কাগজ দেখাইয়া) ছেড়া চিঠি—সবটুকু নেই। যাকে লিখেছিলে তার নামটি শুনতে পাইনে ? ষোড়শী। কার নাম ? জীবানন্দ । যিনি দৈত্য-বধের জন্যে চণ্ডীগড়ে অবতীর্ণ হবেন, যিনি দ্ৰৌপদীর সখা —আর বলবো ? এই ব্যঙ্গোক্তির ষোড়শী উত্তর দিতে পারিল না, কিন্তু তাহার চোখের উপর হইতে ক্ষণকাল পূর্বের মোহের যবনিকা খান খান হইয়া ছিড়িয়া গেল। ] জীবানন্দ । এই আহবান-লিপির প্রতি ছত্রটি র্যার কর্ণে অমৃত বর্ষণ করবে তার নামটি ? ষোড়শী । ( আপনাকে সংযত করিয়া লইয়া) তার নামে আপনার প্রয়োজন ? জীবানন্দ । প্রয়োজন আছে বই কি ! পুৰ্ব্বত্ত্বে জানতে পারলে হয়ত আত্মরক্ষার একটা উপায় করতে পারি । ষোড়শী। আত্মরক্ষার প্রয়োজন ত এক আপনারই নয় চৌধুরীমশায় । আমারও ত থাকতে পারে । জীবানন্দ । পারে বৈ কি । ষোড়শী । তা হলে সে নাম আপনি শুনতে পাবেন না। কারণ, আমার ও আপনার একই সঙ্গে রক্ষা পাবার উপায় নেই। 《链