পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী [ প্রফুল্প প্রবেশ করিল ] প্রফুল্প। এখন কেমন আছেন দাদা ? * জীবানন্দ। ভালো আছি । প্রফুল্প। বহুকালের অভ্যাস, ওষুধ বলেও যদি এক-আধ আউন্স— জীবানন্দ। (সহস্যে) ওষুধই বটে। না প্রফুল্ল, মদ আমি খাব না। প্রফুল্প। রাত্রিটা কাল কি উৎকণ্ঠাতেই আমার কেটেচে। যন্ত্রণায় হাত-পা পৰ্য্যন্ত ঠাগু হয়ে আসছিল। জীবানন্দ । তাই এই গরম করার প্রস্তাব ? প্রফুল্প। বল্লভ ডাক্তারের ভয়, হয়ত হঠাৎ হার্টফেল করতে পারে। জীবানন্দ । হার্ট ত হঠাৎই ফেল করে প্রফুল্ল । প্রফুল্ল। কিন্তু সেজন্তে ত একটা— জীবানন্দ । ( নিজের হার্ট হাত দিয়া দেখাইয়া ) ভায়া, এ বেচারা বহু উপদ্রবেও সমানে চলচে, কোনদিন ফেল করেনি। দৈবাৎ একদিন একটা অকাজ যদি করেই বসে ত মাপ করা উচিত । - প্রফুল্ল। কি একগুয়ে মানুষ আপনি দাদা। ভাবি, এতবড় জিদ এতকাল কোথায় লুকানো ছিল! জীবানন্দ। ভালো কথা, তোমার ডাল-ভাতের যোগাড়ে বার হবার যে একটা সাধু প্রস্তাব ছিল তার কতদূর ? প্রফুল্ল। ঘাট হয়েচে দাদা। আপনি ভালো হয়ে উঠুন, ডাল-ভাতের চিন্তা তার পরেই করব । জীবানন্দ । আমার ভালো হবার পরে ত? যাক তা হলে নিশ্চিন্ত হওয়া গেল । [ তারাদাস ও পূজারীর প্রবেশ ] তারাদাস । মন্দিরের খান-কয়েক থালা-ঘাট-বাটি পাওয়া যাচ্চে না। জীবানন্দ । না গেলে সেগুলো আবার কিনে নিতে হবে। [ ব্যস্ত হইয়া এককড়ির প্রবেশ ] এককড়ি । ( ডাক ছাড়িয়া ) এ-কাজ সাগর সর্দারের। আজ খবর পাওয়া গেল, তাকে আর তার দু’জন সঙ্গীকে সেদিন অনেক রাত পৰ্য্যস্ত এদিকে ঘুরে বেড়াতে লোকে দেখেচে । থানায় সংবাদ পাঠিয়েচি, পুলিশ এল বলে। সমস্ত ভূমিজ গুঠিকে যদি না আমি এই ব্যাপারে আন্দামানে পাঠাতে পারি ত আমার নামই এককড়ি নদী নয়—বৃথাই আমি এতকাল হজুরের সরকারে গোলামি করে মরেচি। し*●