পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এককড়ি । চারিদিকে কড়া পাহারা মোতায়েন করে রাখুন। জনাৰ্দ্দন। তা ত রেখেচি, কিন্তু পাহারা কি তোমাদের কম ছিল এককড়ি । এককড়ি। আর একটা কথা শুনেচেন ? ভূমিজ প্রজারা গিয়ে কাল আদালতে নালিশ করে এসেচে। শুনেচি কান্না-কাটি শুনে স্বয়ং হাকিম আসবেন সরজমিন তদারকে । জনাৰ্দ্দন। বল কি হে ! চণ্ডীগড়ে বাস করে জমিদার আর আমার নামে নালিশ ? শিরোমণি । শিষ্যগণের আহবান উপেক্ষ করা আমার কর্তব্য নয় জনাৰ্দ্দন । এককড়ি। দেখুন আম্পৰ্দ্ধা ! জীবনে বেশীদিন যারা পেট-ভরে খেতে পায় না, শীতের রাতে যারা বসে কাটায়, মড়কের দিনে যারা কুকুর-বেড়ালের মত মরে— জনাৰ্দ্দন। আবার আবাদের দিনে একমুঠ বীজের জন্য আমারই দরজার বাইরে পড়ে হত্যা দেয়— এককড়ি। সেই নিমকহারাম বেটার আদালতে দাড়াবার টাকা পেলেই বা কোথা ? এ ছন্মতি দিলেই বা তাদের কে ? জনাৰ্দ্দন। এই সোজা কথাটা ব্যাটারা বোঝে না যে, কেবল জেলা আদালতেই নয়, হাইকোর্ট বলেও একটা কিছু আছে যেখানে জীবানন্দ চৌধুরী জনাৰ্দ্দন রায়কে ডিঙিয়ে সাগর সর্দার যেতে পারে না । এককড়ি। নিশ্চয় । টাকা যার মোকদ্দমা তার। আপনার অর্থ আছে, সামর্থ্য আছে, ব্যারিস্টার জামাই আছে, কত উকিল-মোক্তার আছে ; নালিশ যদি করেই, আপনার ভাবনা কিসের ? জনাৰ্দ্দন ! (চিন্তিতভাবে ) না এককড়ি, কেবল জমি বিক্রীই ত নয় (ইঙ্গিত করিয়া) আরো যে-সব কাজ করা গেছে ফৌজদারী দণ্ডবিধি কেতাবের পাতায় তার ফলশ্রতি ত সহজ নয় ! এককড়ি । তা জানি । কিন্তু এই ছোটলোক চাষার দল হাকিমের কাছে আমল : পেলে ত ! - জনাৰ্দ্দন। বলা যায় না ; এই কথাটাই আজ তোমার মনিবের কাছে পাড়ো গে ! এখন চললাম । -: এককড়ি। আমুন। আমিও ইতিমধ্যে একটা কাজ সেরে রাখি গে। * শিরোমণি, এককড়ি ও জনাৰ্দ্দনের প্রস্থান । . ל"ש