পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ঠাউরো না ভায়, পস্তাবে। নিৰ্ম্মলকে আটকে রেখেছি, সে-ই তোমাদের বুঝিয়ে দেবে । এককড়ি। আমার ওপরে মিথ্যে রাগ করচেন রায়মশায়, যা জানি তাই শুধু জানিয়েচি। বিশ্বাস না হয়, হজুৰ ত এই সামনের মাঠেই আছেন, একটু ঘুরে গিয়ে জিজ্ঞাসা করে যান না। জনাৰ্দ্দন। তাই যাব। শিরোমণিমশাই, আম্বন ত ? শিরোমণি । চল না ভায়া, ভয় কিসের ? [ দুই-এক পা অগ্রসর হইয়া সহসা পিছন ফিরিয়া ] শিরোমণি । ( এককড়ির প্রতি) বলি, অত্যাধিক মদ্যপান করে নেই ত ? তা হলে না হয়— ,” এককড়ি। মদ তিনি খান না । ( হঠাৎ কণ্ঠস্বর সংযত করিয়া ) কিন্তু যেতেও আর হবে না । হুজুর নিজেই আসচেন । [ জীবানন্দ ও প্রফুল্ল তর্ক করিতে করিতে প্রবেশ করিলেন ] জনাৰ্দ্দন । ( কাছে গিয়ে স্বাভাবিক ব্যাকুলতার সহিত ) হুজুর, সমস্ত ব্যাপার একবার মনে করে দেখুন। জীবানন্দ । কিসের রায়মশায় ? জনাৰ্দ্দন। জমি বিক্রীর ব্যাপারে হাকিম নিজে আসচেন তদন্ত করতে। হয়ত ভারী মোকদ্দমাই বাধবে । কিন্তু আপনি না কি— জীবানন্দ । ও: ! কিন্তু উপায় কি রায়মশায় ? সাহেব জমি ছাড়তে চায় না, সে সন্তায় কিনেচে । মোকদ্দমা ত বাধবেই । স্বতরাং মামলা জেতা ছাড়া প্রজাদের আর ত পথ দেখিনে । - জনাৰ্দ্দন। (আকুল হইয়া ) কিন্তু আমাদের পথ ? জীবানন্দ । ( ক্ষণকাল চিন্তা করিয়া) সে ঠিক, আমাদের পথও খুব দুর্গম মনে হয়। জনাৰ্দ্দন । ( মরিয়া হইয়া ) এককড়ি তা হলে সত্যই বলেচে । কিন্তু হুজুর, পথ শুধু দুর্গম নয়—জেল খাটতে হবে, এবং আমরা এক নয়, আপনিও বাদ যাবেন না। জীবানন্দ। (একটুখানি হাসিয়া) তাই বা কি করা যাবে রায়মশায়। সখ করে ৰখন গাছ পোতা গেছে, ফল তার খেতে হবে বই কি । . জনাৰ্দ্দন। (চীৎকার করিয়া ) এ আমাদের সর্বনাশ করবে এককড়ি । , [ পাগলের মত ঝড়ের বেগে জনাৰ্দ্দন বাহির হইয়া গেলেন, তাহার পিছনে এককড়ি নিঃশব্দে প্রস্থান করিল, নেপথ্যে কোলাহল । ]

  • Ն