পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জীবানন্দ। খুব সম্ভব ঘটে। কিন্তু সেজন্তে আমার কোন অভিযোগ নেই নির্গলবাৰু। নিজের কৃতকর্থের ফল আমি এক ভোগ করলেই যথেষ্ট। নইলে রায়মশায় নিস্তার লাভ করে স্বস্বদেহে সংসার-যাত্রা নিবরাহ করতে থাকুন, এবং আমার এককড়ি নন্দামশায়ও আর কোথাও গোমস্তাগিরির কর্শ্বে উত্তরোত্তর প্রবৃদ্ধি লাভ করতে থাকুন, কারও প্রতি আমার আক্রোশ নেই। নিৰ্ম্মল | আত্মরক্ষায় সকলেরই ত অধিকার আছে, অতএব শ্বশুরমশায়কেও করতে হবে । আপনি নিজে জমিদার, আপনার কাছে মামলা-মোকদ্দমার বিবরণ দিতে যাওয়া বাহুল্য—শেষ পৰ্য্যস্ত হয়ত বা বিষ দিয়েই বিষের চিকিৎসা করতে হবে । , জীবাননা । চিকিৎসক কি জাল-করার বিযে খুন করার ব্যবস্থা দেবেন ? নিৰ্ম্মল । ( রাগ সংবরণ করিয়া ) এমন ত হতে পারে কারও কোন শাস্তিভোগ করারই আবশ্যক হবে না, অথচ ক্ষতিও কাউকে স্বীকার করতে হবে না। জীবানন্দ (তৎক্ষণাৎ সম্মত হুইয়া) বেশ ত পারেন ভালোই। কিন্তু আমি অনেক চিন্তা করে দেখেচি সে হবার নয়। কৃষকেরা তাদের জমি ছাড়বে না। কারণ এ শুধু অন্নবস্ত্রের কথা নয়, তাদের সাত-পুরুষের চাষ-আবাদের মাঠ, এর সঙ্গে তাদের নাড়ীর সম্পর্ক। এ তাদের দিতেই হবে। (একটু চুপ করিয়া) আপনি ভালোই জানেন, অন্য পক্ষ অত্যন্ত প্রবল, তার উপর জোয়-জুলুম চলবে না। চলতে পারে কেবল চাষীদের উপর, কিন্তু চিরদিন তাদের প্রতিই অত্যাচার হয়ে আসচে, আর হুতে আমি দেব না। - নিৰ্ম্মল । আপনার বিস্তীর্ণ জমিদারী ; এই ক'টা চাষার কি আর তাতে স্থান হবে না ? কোথাও না কোথাও— জীবানন্দ । না না, আর কোথাও ন-চণ্ডীগড়ে । এইখানে আমি জোর করে সেদিন তাদের কাছে অনেক টাকা আদায় করেচি—আর সে টাকা যুগিয়েচেন জনাৰ্দ্দন রায় । এ ঋণ-পরিশোধ করতে আমাকে হবেই ; এবং আরও যে কত বড় একটা শূল তাদের বিদ্ধ করেচি, সে-কথা শুধু আমিই জানি। কিন্তু থাক্ । অপ্রীতিকর আলোচনায় আর আমার প্রবৃত্তি নেই নিৰ্ম্মলবাবু, আমি মনস্থির করেচি । [ জীবানন্দ প্রস্থান করিলেন। সেইদিকে চাহিয়া নিৰ্ম্মল অভিভূতের ন্যায় স্থির হইয়া রহিল। এমনি সময়ে ফকিরসাহেব প্রবেশ করিলেন ] ফকির। জামাইবাবু, সেলাম। বাবু কই ?

  • 6