পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(धtथब्र नाँब्रेष्ठद्वं जांब्रश वणिज, कांज बांभांग्नe बांtइ । किरू चांभांब्र शाब्र बकि चांज बां बांनं, কাল শুনতে পাবেন সারদার অনেক ছিল না, সংসারে কেবল একটিই ছিল। তাহার কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তনে রাখাল স্তন্ধ হইয়া গেল । তাহার মনে পড়িল সেই প্রথম দিনটির কথা—ষেদিন সারদা মরিতে বসিয়াছিল । সারদা জিজ্ঞাসা করিল, বলুন কি করবেন ? রাখাল কহিল, বা কাজ। চলে তোমার ঘরে ঘাই । Sûr সারদার ঘরে আসিয়া রাখাল বিছানায় বসিল, জিজ্ঞাসা করিল, ডেকে আনলে কেন ? সারদা বলিল, যাবার আগে আর একবার আপনার পায়ের ধুলো আমার ঘরে পড়বে বলে । ধুলো তো পড়লো, এবার উঠি ? এতই তাড়া ? দুটো কথা বলবারও সময় দেবেন না ? সে-দুটো কথা তো অনেকবার বলেচে সারদা। তুমি বলবে দেবতা, আপনি আমার প্রাণ রক্ষে করেচেন, কুড়ি-পঁচিশটে টাকা দিয়ে চাল-ডাল দিয়েচেন, নতুনমাকে বলে বাকী বাড়ি-ভাড়া মাফ করিয়ে দিয়েচেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, যতদিন বাঁচবো আপনার ঋণ পরিশোধ করতে পারবো না ; এর মধ্যে নতুন কিছু নেই। তবু যদি যাবার পূৰ্ব্বে আর একবার বলতে চাও বলে নাও। কিন্তু একটু চট-পটু করে, অামার বেশী সময় নেই। সারদা কহিল, কথাগুলো নতুন না হোক ভারি মিষ্টি। যতবার শোনা যায় পুরোনো হয় না—ঠিক না দেবতা ? স্থা ঠিক। মিষ্টি কৰা তোমার মুখে আরো মিষ্ট শোনায়, অস্বীকার করিনে। সময় থাকলে বলে শুনতুম। কিন্তু সময় হাতে নেই। এখুনি যেতে হবে। গিয়ে রাখতে হবে ? हैं । তারপর খেয়ে স্ততে হৰে ? हैं ।