পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাস ৷ 象 প্রতি গ্রন্থ তাসের রাজা উৎকল দেশীয় পান্ধী চড়িয়া থাকেন, মন্ত্রী অথান্ধ, স্বৰ্য,ও চজের রাজা, মহাকতি নহেন, স্বৰ্য্য ও চন্দ্রাকৃতি • , প্রথম চারি প্রস্থের ( দহ ) দহলী বড়, একা ( টেক্কা ) ছোট, শেষ চারিপ্রস্থের এক ( টেঙ্কা ) বড়, দহ (মহলা) ছোট। এই তাসে ট্রানারূপ খেলা হইয়া থাকে, তন্মধ্যে সার-খেলাই সমধিক প্রসিদ্ধ । এই খেলায় फाब्रिछान &ांबूद्ध छांग्न झहे नण श्हेब्रां वप्न, शांशंद्र वञ्चन दफू সেই তাস দেয়, উহার ডাহিনের লোক তাস কাটায় ; কিন্তু উপরের তাসখানিই তিনি কাটাইতে বাধ্য। সে তাসখানি যদি হাকিম অর্থাৎ রাজা বা মন্ত্রী হয়, তবে আবার কাটাইতে হয়, কাটাইবার রীতি পূৰ্ব্ববৎ। কাটুনির ডাহিনে যে বসে, সেই সব প্রথম তাস পায়, সুতরাং কাটান তাসখানি ষে কাটায়, সেই পাইয়া থাকে। তাস চারিখানি করিয়া দিতে হয়। যে রং কাটান হয়, তাহার রাজা যে পায়, সে খেলিবে, কিন্তু সে না থেলিয়া অন্তকে হুকুম দিতে পারে। সব কটি পিঠ লওয়াই এ খেলার জিত। যদি এমন বুঝা যায় যে কেহই সব পিঠ লইতে পারিবে না, তাহা হইলে আবার তাসাইরা তাস বঁাটিয়া দেওয়া হয় । যদি কেহ খেলিতে আরম্ভ করিয়া সব পিঠ লইতে না পারে, তবে তাহার হার হয়। ষে দলে রংএর রাজা পাইয়াছে, তাহার। যদি না খেলে, তবে বিরুদ্ধ পক্ষীয়ের যে কেহ একখানি বিনা বা ছোট তাস দিয়া রাজা বদলাইয়া লইতে পারে । এরূপ রাজ বদলাইয়া লইলে যাহার রাজা ছিল, তাহার খেলুড়ীর সহিত আর একখানি ছোট তাসও বদলাইয়া লইতে হইবে, কিন্তু যে রং দিয়া রাজা বদল হইয়াছে, সে রং দিতে পরিবে না । প্রথম থেলিতে হইলে রংএর রাজা ও তাহার সঙ্গে যে কোন রংএর একখানি বিনা ( ছোট ) তাস থেলিতে হইবে, রাজার সহিত খেল৷ বলিয়া ছোটখানিও বড় কাগজের মধ্যে গণ্য । অপর সকলে সেই সেই রংএর ছোট তাস তাহাতে দিবে, সে রং না থাকিলে যে কোন ংএর ছোট কাগজ দিবে । কিন্তু অন্যান্ত বারে কোন তাসের হাকিম অর্থাৎ বড় কাগজ খেলা হইলে অপর সকলকে সেই রংএর তাস না থাকিলে অন্ত রংএর হাতের মধ্যে বড় তাস পাশ দিতে দিবে। সে রং থাকিলে তাহারই ছোট দিতে পারিবে। এইরূপে অন্ত হাত হইতে সব বড় বড় তাঁস বাহির হইয়া গেলে, যে পিঠ লইতে আরম্ভ করিয়াছে, সে সব পিটুগুলি পাইতে পারে ও জিড়িতেও পারে। এ খেলায় বাজি নাই। [ ৭৩৫ ] তাহৎখান এ খেলা চারিপ্রকার যথা—(১) নমাগী (২) মাগী (৩) দর্শনীও’ (৪) কানা । যে খেলিবে সে রাজ বদলাইয়া না লইয়া খেলিলে নাগী হয় । রাজা মাগিয়া লইয়া খেলিলে মাগী হয় । बाजिब्र (बर)'ब्रांचा মাগিয়া হাতের সব বড় বড় কাগজ দেখাইয়া সব পিঠ লওয়া দর্শনী । হাতে বাজির রাজা প্রভৃতি সমুদয় হাকিম থাকিলে সমুদয় পিঠ লওয়ার নাম কান্দা । ( ইহা বড় জোরের খেলা ) । এ তাসে বাজি লইয়া থেলাকে "দস্ত” থেলা বলে। ইহাতে দুইজন তিনজন চারিজম খেলুড়ি থাকিতে পারে । আপনার হাতের ২৪ খানি কাগজ বাদ দিয়া যত কাগজ জিতিবে, সেই পরিমাণে অন্য লোকে হারিবে ও তাহাকে টাকা পয়সা প্রভৃতি দিতে হইবে । ৩ জনে খেলিলে প্রত্যেক ংএর ৩ খানি করিয়া বিনা ( ছোট ) কাগজ আলাদা করিয়া রাখিতে হয়। পরে পিঠ অনুসারে, কিন্তু নিজের সেই ২৪ খানি তাস বাদে পয়সাদি জিত হয় । এই কয় প্রকার তাস ভিন্ন ভারতবর্ষের অন্তান্ত প্রদেশে৪ অন্তান্ত প্রকার নানারূপ গোলতাস প্রচলিত অাছে। পশ্চিমাঋলে অনেক স্থলে গঞ্জিফ নামক একপ্রকার গোল তাস প্রচলিত আছে, ঐ তাস সময়ে সময়ে অনেক দরে বিক্রয় হয়, উহার খেলিবার রীতি অনেকটা উড়িষ্যা-দেশপ্রসিদ্ধ সার থেলার দ্যায় । তাসন (দেশজ ) ১ তাড়ন, ভয় প্রদর্শন। ২ স্থত। গুটান। “রোজা নমাজ করি কেহ হুৈল গোলা । তাসন করিয়া নাম বলাইল জোল ॥” (কবিক ) তাসা ( দেশজ ) ১ তাসে জড়ান। যেমন তাসাস্থত । ২ বামুযন্ত্র ভেদ । কোন ধাতুর পাত্রের উপর পাতলা চামড়া আটিয়া এই বাদ্য প্রস্তুত হয় । 彰 তালুন (পুং) তস-বাহুলকাৎ উন। শপবৃক্ষ। তম্ভেদং অণু। তৎসম্বন্ধী । তাহনা (স্ত্রী) তামুন স্ক্রিয়াং উীপু। শণনিৰ্ম্মিত মেখলা । “মুঞ্জকাশতামুন্তে রসনাঃ” ( জ্যোতিস্তত্বে গোভিল । ) তাম্বন শণ ভষ্ঠ রসনা মেখলা তাম্বনী।” ( টাকা ) তাস্কর্ঘ্য (ক্লী) তস্করস্ত ভাবঃ তস্কর-স্যঞ, তস্করত, চৌর্য্য।

  • প্রকাশমেতৎ তাস্কর্য্যং যদেবনসমাহবয়ে । তরোনিত্যং প্রতীঘাতে নৃপতি র্যত্নবান ভবেৎ ॥” (মঃ ৯২২২) তাস্ত্যন্দ্র ( ক্লা ) সামভেদ । তাহা (দেশষ্ণু ) তৎ, সেই । . . তাছৎ ( আরবী ) ১ চুক্তি। ২ কর,খাজন। তাছৎখান (পারসী ) চিকিৎসালয়, হাসপাতাল ।