পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६वकूटैब्र ®हेल মুখ দিয়া বাহির হইয়া গেল, তোমাদের মত শত্রুদের আমি ত আর বাড়িতে রাখতে পারিনে ! কিন্তু কথাটার সঙ্গে সঙ্গে তাহার রুদ্রমূৰ্ত্তি ভয়ে বিবর্ণ এবং ক্ষুদ্র হইয়া গেল । এবং ব্যাধের আকৃষ্ট ধন্থর সন্মুখ হইতে ভয়াওঁ মৃগ যেমন করিয়া দিগ্বিদিক জ্ঞানশূন্ত হইয়া ছুটিয়া পালায়, গোকুলও ঠিক তেমনিভাবে মায়ের স্বমুখ হইতে সবেগে পলায়ন করিল। সে যে কি কথা বলিয়া ফেলিয়াছে তাহা সে জানে, তাই সেদিন সমস্ত দিবারাত্রির মধ্যে কোথাও তাহার সাড়া-শব্দ পর্য্যন্ত পাওয়া গেল না। কুটুম্ব-ভোজনের সময়েও সে উপস্থিত রহিল না। ভবানী প্রশ্ন করিয়া জানিলেন, বড়বাবু জরুরি তাগাদায় বাহির হইয়া গিয়াছেন, কখন আসিবেন কাহাকেও বলিয়া যান নাই। নিমাই রায় কৰ্ম্মকর্তা সাজিয়া আদর-আপ্যায়ন কাহাকেও কম করিলেন না । বাহিরের নিমন্ত্রিত যে কয়জন আসিয়াছিলেন, বিনোদ তাহদের সঙ্গে বসিয়া নিঃশব্দে ভোজন করিয়া উঠিয়া গেল। ঝড়ের পূৰ্ব্বে নিরানন্দ প্রকৃতি যেরূপ স্তন্ধ হইয়া বিরাজ করে, অনেক লোকজন সত্বেও সমস্ত বাড়িটা সেইরূপ অণ্ডত ভাব ধরিয়া রহিল। বিশেষ কোন হেতু না জানিয়াও, চাকর-দাসীরা কেমন যেন কুষ্ঠিত হ্রস্ত হইয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরও দুইদিন কাটিল। র্যাহারা শ্রাদ্ধোপলক্ষে আসিয়াছিলেন র্তাহারা একে একে বিদায় লইলেন । পিসীমা তাহার ছেলে-মেয়ে লইয়া বৰ্দ্ধমানে চলিয়া গেলেন । বিনোদ তাহার বাহিরে বসিবার ঘরে বসিয়াই সকাল হইতে সন্ধ্যা কাটাইয়া দেয়— কাহারো সহিত বাক্যালাপ করে না । ভিতরে ভবানী একেবারেই নিৰ্ব্বাকৃ হইয়া গিয়াছেন। গোকুল পলাইয়া বেড়ায়, ভিতরে-বাহিরে কোথাও তাহার সাড়া পাওয়া যায় না—এমনভাবেও তিন-চারদিন অতিবাহিত হইল । মনোরম এবং তাহার পুত্র-কন্যা ছাড়া এ-বাড়িতে আর যেন কোন মানুষ নাই। নিমাই রায় তাহার কলিকাতার সম্পর্ক চুকাইয়া দিবার জন্য গিয়াছিলেন। সেদিন সকালবেলা, বোধ করি বা কুওদের অকুল পাথারে ভাসাইয়া দিয়াই, মেয়ে-জামাইকে কুলে তুলিবার জন্য ফিরিয়া আসিলেন। আজ সঙ্গে তাহার কনিষ্ঠ পুত্রটিও আসিয়াছিল। আগমনের হেতুটা যদিচ তখনও পরিষ্কার হয় নাই, কিন্তু সে যে তাহার ভগিনী ও ভগ্নিপতিকে শুধু দেখিবার জন্তই ব্যাকুল হইয়া আসে নাই সেটুকু বুঝা গিয়াছিল। একয়দিন অতিপ্রাজ্ঞ শ্বশুরের সরল উৎসাহের অভাবে গোকুল যেরূপ স্বয়মাণ হইয়াছিল, আজ তাহারও সে ভাব ছিল না। মনোরমার ত কথাই নাই। সকাল হইতে সমস্ত বাড়িটা যেন চষিয়া বেড়াইতে লাগিল। খাওয়া-দাওয়ার পর মনোরমার ঘরের মধ্যেই 为心神