পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ध्वंबू९-जांहिल-जरdहरू তারক ক্ষিপ্তের মত লাফাইরা উঠিল। বলিল, শার্ট আপ। মুখ সামলে কথা কও রাখাল ! তুমি জানো কি এদের প্রত্যেকটি পয়সা আমি হিসেব করে শোধ করে দেবো ? এই সৰ্ত্তেই আমি কর্জরূপে এ সাহায্য গ্রহণ করেছি ওদের কাছে । রাখাল হাসিয়া উঠিল। বলিল, ও, তাই নাকি ? তবে আর কি ? কাজ শোধ যখন করে দেবে, ওদের সঙ্গে তোমার কৃতজ্ঞতার সম্পর্ক আর কি থাকতে পায়ে ! কি বল ? না হয় কিছু স্বদ ধরে দিলেই হবে । তারক রক্ষ-গলায় বলিল, দেখো রাখাল, এ-সব বিষয় নিয়ে বিদ্রুপ করে না। নিজে যা পারো না, অন্তকে তা করবার জন্য বলতে তোমার লজ্জা করে না ? সে-কথার জবাব না দিয়া রাখাল বলিল, তোমার সম্বন্ধে তা হলে দেখছি ভূল করিনি। আমি জানতাম তুমি এই রকম কিছু বলবে। তবু যখন শুনলাম, নতুন-ম নাকি তোমাকে এ-সম্বন্ধে আগেই একটু জানিয়ে রেখেচেন, তখন আশা করেছিলাম হয়তো বা তোমার অমত না-ও হতে পারে ! তারক দাড়াইয়া উঠিয়া বলিল, নতুন-মা কোনদিন এমন কথা আমাকে বলেননি, বলতে সাহসও করবেন না জেনে । তিনি জানেন, তারক রাখাল নয়। এ প্রস্তাব রাখালের কাছে করতে পারেন, কিন্তু তারকের কাছে নয়। উত্তরের অপেক্ষ না করিয়া তারক দ্রু তপদে হন হন করিয়া পার্ক হইতে বাহির হইয়া গেল । 美锡鲁