পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=iट==निन्व प्नान्ती % অপূৰ্ব্বর সঙ্গে তাহার বন্ধুদের নিম্নলিখিত প্রপায় প্রায়ই তর্ক-বিতর্ক হইত । বন্ধুরা কহিতেন, অপু, তোমার দাদার প্রায় কিছুষ্ট মানেন না; আর তুমি মানে না শোনো না সংসারে এমন ব্যাপারই নেই। অপূৰ্ব্ব কহিত, আছে বই কি । এই যেমন "দাদাদের দৃষ্টান্ত মানিনে এবং তোমাদের পরামর্শ শুনিনে । বন্ধুরা পুরানো রসিকতার পুনরাবৃত্তি করিয়া বলিতেন, তুমি কলেজে পড়িয়া এম. এসসি. পাশ করিলে, কিন্তু তবু এখনও টিকি রাথিতেছ। তোমার টিকির মিডিয়ম দিয়া মগজে বিদ্যুৎ চলাচল হয় নাকি ? অপুৰ্ব্ব জবাব দিত এম. এসসি-র পাঠ্যপুস্তকে টিকির বিরুদ্ধে কোথাও কোন আন্দোলন নেই। সুতরাং টিকি রাখা অন্যায় এ ধারণা জন্মাতে পারেনি। আর বিদ্যুৎ চলাচলের সমস্ত ইতিহাসটা আজও আবিষ্কৃত হয়নি। বিশ্বাস না হয়, এম এসসি, যারা পড়ান তাদের বরঞ্চ জিজ্ঞাসা করিম দেখিও । র্তাহারা বিরক্ত হইয়া কহিতেন, তোমার সঙ্গে তর্ক করা বৃথা । অপূৰ্ব্ব হাসিয়া বলিত, তোমাদের এই কথাটি অভ্রান্ত সত্য, কিন্তু তবু ত তোমাদের চৈতন্য হয় না । 鼻 আসল কথা, অপূৰ্ব্ব, ডেপুটি-ম্যাজিস্ট্রেট পিত’ বাক্যে ও ব্যবহারে উৎসাহ পাইয় তাহার বড় ও মেজদাদারা যখন প্রকাশ্বেই মুর্গি ও হোটেলের রুট খাইতে লাগিল এবং স্নানের পূৰ্ব্বে গলার পৈতাটাকে পেরেকে টাঙ্গাইয়া রাখিয়া প্রায়ই ভুলিয়া যাইতে লাগিল, এমন কি ধোপার বাড়ি দিয়া কাচাইয়া ইস্ত্রী করিয়া জানিলে সুবিধা হয় কি-না আলোচনা করিয়া হাসি-তামাসা করিতে লাগিল, তখনও অপূৰ্ব্বর নিজের পৈতা হয় নাই। কিন্তু ছোট হইলেও সে মায়ের গভীর বেদন ও নিঃশব্দ অশ্রপাত বহুদিন লক্ষ্য করিয়াছিল। মা কিছুই বলিতেন না । একে ত বলিলে ছেলেরাও শুনিত না, অধিকন্তু স্বামীর সহিত নিরর্থক কলহু হইয়া ৱাইত । তিনি শ্বশুরকুলের পৌরোহিত্য ব্যবসাকে নিষ্ঠুর ইঙ্গিত করিয়া কহিতেন, 2% ولامس مع :