পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের দাবী রিপোর্ট করিবে বলিয়া তয় দেখাইল, কিন্তু কিছুই হইল না। সে নিৰ্ব্বিকার চিত্তে নিজের খাতাপত্র দুরন্ত করিতে লাগিল, জবাবও দিল না। আর সময় নষ্ট করা নিষ্ফল বুঝিয়া অপূৰ্ব্ব ক্ষুধায় তৃষ্ণায় ও ক্রোধে জলিতে জলিতে বড় টেলিগ্রাফ অফিসে আসিয়া অনেক ভিড় ঠেলিয়া অনেক বিলম্বে নিজের নির্বিম্নে পৌঁছান সংবাদ যখন মাকে পাঠাইতে পারিল, তখন বেলা আর বড় নাই ! দুঃখের সাথী দরওয়ানজী সবিনয়ে নিবেদন করিল, সাহেব, হামকে ভি বহুত দূর যান। शiग्न । অপূৰ্ব্ব একান্ত পরিশ্রাপ্ত ও অন্তমনস্থ হইয়াছিল, ছুটি দিতে আপত্তি করিল না। তাহার ভরসা ছিল নম্বর দেওয়া রাস্তাগুলা সোজা ও সমান্তরাল থাকায় গন্তব্যস্থান খুজিয়া লওয়া কঠিন হইবে না। দয়ওয়ান অন্যত্র চলিয়া গেল, সেও হঁটিতে হাটিতে এবং গলির হিসাব করিতে করিতে অবশেষে বাটীর সম্মুখে আসিয়া উপস্থিত হইল। সিড়িতে পা দিয়াই দেখিল দ্বিতলে তাহার স্বারের সম্মুখে দাড়াইয়া তেওয়ারী ঠাকুর মন্ত একটা লাঠি ঠুকিতেছে এবং অনর্গল বকিতেছে, এবং প্রতিপক্ষ একব্যক্তি খালি গায়ে পেণ্টলুন পরিস্ক তেতালার কোঠায় নিজের খোলা দরজার স্বমুখে দাড়াইয়া হিন্দী ও ইংরেজীতে ইহার জবাব দিতেছে এবং একটা ঘোড়ার চাবুক লইয়া মাঝে মাঝে সাই গাই শব্দ করিতেছে। তেওয়ারী তাহাকে নীচে ডাকিতেছে, সে তাহাকে উপরে জাহান করিতেছে,–এবং এই সৌজন্তের আদান-প্রদান যে ভাষায় চলিতেছে তাহা না বলাই ভাল । সিড়ির প্রথম ধাপে পা দিয়া অপূৰ্ব্ব তেমনি দাড়াইয়া রহিল। এইটুকু সময়ের মধ্যে ব্যাপারটা যে কি ঘটিল, কি উপায়ে তেওয়ারীজী এইটুকু অবসরেই প্রতিবেশী সাহেবের সহিত এতখানি ঘনিষ্ঠতা করিয়া লইল, সে তাহার কিছুই ভাবিয়া পাইল না। কিন্তু অকস্থাৎ বোধ হয় দুই পক্ষের দৃষ্টিই তাহার উপর নিপতিত হইল । তেওয়ারী মনিবকে দেখিয়া আর একবার সজোরে লাঠি ঠুকিয়া কি একটা মধুর সম্ভাষণ করিল, সাহেব তাহার জবাব দিয়া প্রচণ্ডশবে চাবুক আম্ফালন করিলেন, কিন্তু পুনশ্চ যুদ্ধ ঘোষণার পূৰ্ব্বেই অপূৰ্ব্ব দ্রুতপদে উঠিয়া গিয়া লাঠিন্থদ্ধ তেওয়ারীর হাত চাপিয়া ধরিয়া কহিল, তুই কি খেপে গেছিল ? এই বলিয়া তাহাকে প্রতিবাদের অবসর না দিয়াই জোর করিয়া ঠেলিয়া ঘরের মধ্যে লইয়া গেল। ভিতরে গিয়া সে রাগে, দুঃখে, ক্ষোভে র্কাদ কাজ হইয়া কহিল, এই দেখুন, হারামজাদ সাহেব কি কাও করেচে। & বাস্তৰিক, কাও দেখিয়া অপূৰ্ব্বর প্রাপ্তি এবং ঘুম, ক্ষুধা এবং তৃষ্ণ একই কালে অন্তর্হিত হইয়া গেল। স্বসিদ্ধ খেচারায়ের ইড়ি হইতে তথণ পৰ্য্যন্ত উত্তাপ ও ??