পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बोलाकुम्लेच्ने गिल्ल । DHHHH HHBBD DDHHH DDB BB mDDD DD BBB BB BB DDD DDDD টক্টাফ হাউড়ে, খুলি বেড়ে তারা খুজে দেখছিল কি আছে। . . . . . হঠাৎ একজনের চোখে পড়লো অনতিদূরে গাছের জাড়ালে দাড়িয়ে নয়ন। গভৰে টেচিয়ে উঠলো—কে দাড়িয়ে ওখানে ? —জামি নয়ন ছাতি। জমনি দাড়িয়ে থাক্। ছুটে পালাবি কি মরবি। কিন্তু, কথা শেষ না হতেই অনেকগুলো ছুটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গেসঙ্গেই জম্মুট জার্ভস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুক্ত করে একটা ঝোপের উপর পড়ে গেল । নয়ন চেচিয়ে বললে—এক ব্যাটারে পেয়েচি দাদাভাই, জারগুলো পালালো । শুভ-সংবাদে সেইখানে দাড়িয়েই লাফাতে লাগলাম। আমি চেচিয়ে বললাম, —ওকে ধরে আনো নয়নদা, আমি ঠেড়িয়ে মারব। তুমি মেরে ফেলো না বেন। —না দাদা, তুমিই মারো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো, বোধ করি নয়নের লাঠির খোচার ফল । মিনিট-দুই পরে দেখি একটা লোক খোড়াতে খোড়াতে আসচে, তার পিছনে নয়নটাঙ্গ। কাছে এসে সে হাউ-মাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তাকে তুলে দাড় করালে। এখন তার মূৰ্ত্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানে, তাতে সাদা সাদা চুণের ফোটা দেওয়া। যেমন রোগ তেমনি লম্বা, পরণে শতছিন্ন স্তাকড়া। তখনও কাদছিল। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে,—চুপ কর হারামজাদা ! যা জিজ্ঞাসা করি সত্য জবাব দে । ক'জন ছিলি ? তাদের কি নাম, কোথায় ঘর বল ? লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গু তো থেয়ে সঙ্গীদের নাম-ৰাষ গড় গড় করে বলে গেল । নয়ন বললে,—মনে থাকবে, ভূলবে না। এখন বল, বোষ্টমঠাকুর পড়ে গেলে নিজে তুই ক’ৰা বাড়ি দিয়েছিলি ? পাচ-সাত ঘা হবে বোধ হয় । नइनकँॉन नैोउ कज़-अम्ल करग्न दणप्ल, चांक्री, नाक-नांउ च-हे नरें । ७दांब्र टैिक তেমনি করে শে, যেমন করে বোষ্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদাভাই, এগিয়ে এসো,—ঐ খেটে দিয়ে পাচ-সাত ঘায়েই সাবাড় করা চাই কিন্তু। দেখবো কেমন হাতের জোর । তুই ব্যাট দেৱি করচিল কেন ? - স্তয়ে পড়—বলেই তার কান ধরে টেনে স্বাস্তায় বসালে । এবং নিজে লে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা দুই-তিন লাৰি পঠে মেয়ে পথের ধুলোয় লুটিয়ে দিলে। বললে—দেরি করো না দাদা, তাক করে মারে। দু-তিন দ্বার বেশি লাগবে না।