পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र६-ग्लांछॆिख्ा-ज९८यंश् নিয়ে দেশে যাচ্ছে, তার হাতে বিশ্বেশ্বরের নামে পাঁচ টাকার পূজো পাঠিয়েচেন । অপূৰ্ব্ব কহিল, ভালই ত! মা তোকে ছেলের মত ভালবাসেন। তেওয়ারী শ্রদ্ধায় বিগলিত হইয়া কহিল, ছেলের বেশি । আমি চলে যাবে, মায় ইচ্ছে ছুটি নিয়ে আমরা দুজনেই যাই । চারিদিকে অস্থখ-বিমুখ— অপূৰ্ব্ব কহিল, অস্থখ-বিমুখ কোথায় নেই ? কলকাতায় হয় না? তাই বুঝি ভয় দেখিয়ে নানা কথা লিখেছিলি ? আজ্ঞে না । তেওয়ারী ভাবিয়া রাখিয়াছিল আসল কথাটা সে রাত্রে আহারাদির পরে ধীরে-স্বন্থে পাড়িবে। কিন্তু আর অপেক্ষা করা চলিল না। কছিল, কালীবাৰু একেবারে নাছোড়বান্দা হয়ে ধরেচেন। বোধহয় সকলেরই ইচ্ছে মাঝের চোত, মাসটা বাদ দিয়ে বোশেখের প্রথমেই শুভ কাজটা হয়ে যায় । কালীবাবু অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাহার পরিবারের আচার-পরায়ণতায় খ্যাতি প্রসিদ্ধ। র্তাহারই কনিষ্ঠ কন্যাকে মাতাঠাকুরাণী পছন্দ করিয়াছেন এ আভাস র্তাহার কয়েকখানা পত্রেই ছিল। তেওয়ারীর কথাটা অপূৰ্ব্বর ভাল লাগিল না। কহিল, এত তাড়াতাড়ি কিসের? কালীবাবুর গৌরীদানের সবুদ্ধ না লয়, তিনি ত আর কোথাও চেষ্টা করতে পারেন । তেওয়ারী একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, তাড়াতাড়ি তার কি মা'র কি করে জানবো ছোটবাৰু? লোকে হয়ত তাকে ভয় দেখায় বৰ্মা দেশটা তেমন ভাল নয়,—এখানে ছেলেরা বিগড়ে যায় । অপূৰ্ব্ব খামোক ভয়ানক জলিয়া উঠিয়া কহিল, দেখ, তেওয়ারী, তুই আমার ওপর অত পণ্ডিতি করিসনে বলে দিচ্ছি। মাকে তুই রোজ রোজ অত চিঠি লিখিস কিসের ? আমি ছেলেমানুষ নই! এই অকারণ ক্রোধে তেওয়ারী প্রথমে বিস্থিত হইল, বিশেষতঃ রোগ হইতে উঠিয়া নানা কারণে তাহারও মেজাজ খুব ভাল ছিল না, সে রাগিয়া বলিল, আসবার সময় মাকে একথা বলে আসতে পারেননি? তাহলে ত বেঁচে যেতাম, জাত-জন্ম খোয়াতে জাহাজে চড়তে হোত না । । অপূৰ্ব্ব চোখ রাঙ্গাইয়া চট্‌ করিয়া কলার ও নেকটাই তুলিয়া লইয়া গলায় পরিতে লাগিল । তেওয়ারী বহুকাল হইতেই ইহার অর্থ জানিত। কহিল, তাহলে জলটল কিছু খাবেন না ? অপূৰ্ব্ব তাহার প্রশ্নের জবাবে আলনা হইতে কোট লইয়া তাহাতে হাত গলাইতে গলাইতে ছম জুম করিয়া বাহির হইয়া গেল । 伊彰