পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন wfyfte | w€f« wfwf $ telegraph *fiaftw “Charitrahin creating alarming sensation” ntf fræfni șf f afzē ezes ? sr$sa SRR; : মেরে যে-কোন কারণেই হৌক, বাসার বি-বৃত্তি করিতেছে—(character unquestionable নয়) আর একজন ভদ্র যুবা তারই প্রেমে পড়িতেছে—অথচ শেষ পর্যন্ত এমন কোথাও প্রশ্রয় পাইতেছে না। অথচ রবিবাবুর 'চোখের বালি ভদ্রঘরের বিধবা নিজের ঘরের মধ্যে এমন কি অনাত্মীয় কুটুম্বের মধ্যে নষ্ট হইতেছে—কেহ কথাটি বলে নাই ! (কৃষ্ণকাস্তের উইলে রোহিণীকে মনে পড়ে ? ) 'মানসীতে প্রভাতবাবু এক ভদ্র যুবার মুখে আর এক ভদ্র বিধবার সতীত্ব হরণের মতলব আঁটিতেছেন ! সোনার হরিণ কত কি কীৰ্ত্তিই শুরু করিয়া দিয়াছে। (অবগু এটা বটতলার উপযুক্ত ! Detective story ছাড়া তিনি কিছুই প্রায় লিখিতে পারেন না। ডাকাতে ঠান্‌দি’-গোছের বই । যেমন নবীন সন্তাসীর গদাই পাল’ আর সেই মাগীটা তেমনি এও)। কোন দোষ নাই, কেন না নাম ‘রত্নদীপ’ ( এবং লেখক প্রভাতবাবু) ' আর আমার ‘চরিত্রহীন যত অপরাধে অপরাধী ? যারা ইংরাজী, ফ্রেঞ্চ কিংবা জাৰ্ম্মান নভেল পড়িয়াছে তাহারা অবহু বুঝিবে ইহা সত্যই immoral কিনা। কিন্তু তোমরাও ভুল বুঝিয়াছ বলিয়াই আমার যত দুঃখ। তোমাদের ‘সুরজ কওর সম্বন্ধে কেহ কথাটি বলিল না। টলস্টয়ের Resuirection বেস্ট বই ! যাই হৌক আমি এখনও স্বীকার করি না এবং বুঝি না বলিয়াই করি না যে ‘চরিত্রহীনে এক বর্ণও immorality আছে। কুরুচি থাকতে পারে, কিন্তু যা পাচজনে বলিতেছে তা নাই। তবুও নাম দিয়াছি 'চরিত্রহীন', এর মধ্যে কুলকুণ্ডলিনী জাগাইয়া তুলিব অবগু এ আশা করিতেই পারি না। যাহার ইচ্ছা হয় পড়িবে, যাহার নামটা দেখিয়া ভয় হইবে, সে পড়িবে না। রত্নদীপ নাম দিয়া—বাড়ির কেচ্ছা শুরু করি নাই । যাই হোক, তোমাকে আমি একটু ভয় করি বলিয়াই বিরাজ বেী সম্বন্ধে এইটুকু আবেদন করিলাম। এবং তোমার চিঠি না পাওয়া পৰ্য্যন্ত আমার ভয় ঘুচিবে না, এ গল্পটা তোমাদের কাছে immoral বলিয়া মনে হইয়াছে কি না। যদি হয়, আর কাহাকেও না দেখাইয়া চুপি চুপি registered ফিরিয়া পাঠাইবে। কাহাকেও জানিতে দিবে না, তোমাকে কোন কিছু পাঠাইয়াছিলাম কি না। এ সম্বন্ধে এই পৰ্য্যস্ত । তোমার বাড়িতে অনেকটা ভাল খবর পাইয়া খুব সুখী হইলাম। ই change-এ পাঠাও। আমার যাওয়ার সম্বন্ধে—শরীর বেশ করিয়া না সারিলে এক পা নড়িব না। যেমন আছি, তেমনি থাকিলে X'mas নাগাদ দেখা যাইবে। মূল্য শুরু করিয়াছি। 'ভগবানের মূল্য’ ‘বিধবার মূল্য’ পূর্ণ তেজে অগ্রসর ויליeי