পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र९-जोहिज्रा-जर्र८ह বুড়ীর মত যেন গুর-মারা বিস্তে পেয়ে বোসে না। সে তো আমার চেয়ে বড় হয়ে গেছেই, হয়ত বা শেষকালে তুমিও তাই হবে। সংসারে বিচিত্র কিছুই নয়,—কিছুই बब्लू यॉग्न न ! কিন্তু এ তো স্বীকার করব যখন তুমিও লিখে জানাবে যে তুমি ভাল হয়ে গেছ, আর কোন অস্থখ নেই। নইলে হার্ট ডিজিজের লোককে আমি সাকরেদ করব না। আগে তাকে ডাক্তারের সার্টিফিকেট পেশ করতে হবে, তা কিন্তু জানিয়ে রাখচি । আমি কষ্ট করে শেখাবে। আর তুমি হঠাৎ সরে পড়ে আমাকে পণ্ডশ্রম করাৰে সে হবে না । তুমি একবার লিখেছিলে “আপনার জানিত শ্রীরামপুর " আর জয়রামপুরটা বুঝি অজানিত ? তার ম্যালেরিয়া আর বােলতার মত মশার বাক সহজে বুলতে পারে এমন মানুষ পাওয়া যাবে কি না সন্দেহ। গত বোশেখ মাসে এর ভয়েই বৌভাতের নিমন্ত্রণ নিতে পারি নি। জয়রামপুরের আর একঠি মেয়ে আমাকে বলে দাদা, আর আমি বলি ছোড়দি’ । ডিহরীতে যাচ্ছে ? যখন তোমাদের জন্মও হয় নি তখন আমি ওই ডিহরীর ক্যানালের পাড়ে পাড়ে পাকা থিরনী কুড়িয়ে কুড়িয়ে বেড়াতাম আর ফাস করে গিরগিটি ধরতাম। উঃ, সে কত কালের কথা ! তখন রেল হয় নি, ছোট স্টিমারে চড়ে আর থেকে যেতে হতো । তোমাদের বাঙলোটাও আমি যেন চোখে দেখতে পাচ্চি। আচ্ছা, তোমাদের ঘর থেকে বেরিয়ে ডানহাতি সূৰ্য্য ওঠে না ? তখনকার কালে ওদেশে একটা ঘাট ছিল সতীচওড়া না এমনি একটা কি নাম। বোধ করি তোমাদের ওখান থেকে মাইল-দুই হবে । কিছুকাল ঐখানে বসেচি, কি জানি সে স্বাটের অস্তিত্ব আজও আছে কি না ! ভবঘুরে’র ত কোথাও যেতে আসতে বাধে না কি না! আচ্ছ, বর্খার অত কথা জানলে কি করে ? ম্যাজিস্ট্রেট (ডেপুটি ) যে ওখানে ‘মিউক" এ খবর কে দিলে ? ম্যাগুলে থেকে যে লঞ্চে যাতায়াতের পথ আছে সেই বা কে বললে ? যদি যথার্থই বর্ণায় থেকে থাকো সে কোন জায়গায় ও দেশটার হেন স্থান তো নেই যেখানে এ ছুটি পা একদিন না একদিন ঘুরে বেড়িয়েচে! অথচ আমার মত বাদশা-কুড়েও জুনিয়ায় कभर्हे चां८छ् । ‘রাজলক্ষ্মীকে কোথায় পাবে ? ও-সব বানানো মিছে গল্প। ‘শ্রীকান্ত একটা উপন্যাস বইত নয় ; ও-সব মিছে জনরবে কান দিতে নেই । ‘কাহিনী'টি কি সত্য ? কার কাহিনী ? তুমি বেঁচে থাকে। দীর্ঘজীবী হও, মাছৰ হও বার বার এই আশীৰ্ব্বাদ করি। আমার আদেশেও কখনো স্কুলেও শরীরের অৰয় কোরো না। ցՀՄ