পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांग्रज नियनूब्र, श७छ - S 8-و سe8 جس প্রিয়বরেষু—আজ সকালে আপনার চিঠি পেলাম। নানা কাজে স্কুলে থাকি, প্রতিদিন অনেক চিঠিই ত পাই, কিন্তু কালে-ভত্রে লেখা আপনার কয়েক ছত্র জামাকে যে আনন্দ দেয় তা সত্যই দুর্লভ। প্রীতির মধ্য দিয়ে আসবার সময়ে সে যেন অনেকখানি সঙ্গে করে আনে। কেদারবাৰু, মানুষের সত্যকার ভালবাসা আমি টের পাই,— এখানে বড় বেশী ভুলচুক হয় না। আপনার শরীর ভাল নয়, একটু বেশি তাড়াতাড়িই যেন সে জীর্ণ হয়ে এলো । একদিন যদি সে ভায় বইতে আর না চায় হায় হায় আমি করব না, কিন্তু ব্যথা পাবো । তথম নূতন লেখার সঙ্গে সঙ্গে কেবলি মনে হবে একজন আর নেই—এ লেখা যায় আনন্দ দিয়ে গ্রহণ করবার হৃদয় ছিল, শক্তি ছিল । আপনার নিজের লেখার সম্বন্ধে কখনে আপনি একটি কথা বলেলনি, আমিও কখনো একটি কথা বলিনি। অথচ, যেখানে যা বেরিয়েচে সমস্ত পড়েচি। প্রশংসার ৰঙ্গলে প্রশংসা দিতে আমার অত্যন্ত সংকোচ হোতো। কেবলি মনে হোতে পাছে আপনার বিশ্বাস না হয়, পাছে আপনার আত্মসম্মানে আঘাত লাগে ! বৎসরও আসবে, বিজয়াও আসবে—একদিন কিন্তু আপনিও আসবেন না, আমিও না। আপনি আমার বয়সে বড়, আপনি আমাকে আশীৰ্ব্বাদ করবেন, সেদিন যেন আমার বেশী দূরে না থাকে। আমি তারি শ্রাস্ত। তুচ্ছ স্বথ, তুচ্ছ দুঃখ একবার হাসি একবার কান্না—নিতান্তই আমার পুরণে হয়ে গেছে । আটচল্লিশ বছর বয়স হ’ল—ঢের হয়েছে । আমার বড় ইচ্ছে এর পরে কি আছে পেতে । নিরর্থক কতকগুলো বিলম্ব হবার কোন প্রয়োজন অনুভব করিনে। আপনি আমাকে আশীৰ্ব্বাঙ্গ করবেন। সত্যের স্বমুখেই যদি এসে পড়ে থাকেন, আপনার সত্য আশীৰ্ব্বাদ আমার ফলবে – আপনার ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় G-36