পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভেক মূষিকের যুদ্ধ

আমার অপেক্ষা অতি দীর্ঘদেহী নর।
কিন্তু আমি কখন করিনে তারে ডর॥
শয্যাপরে সুখভরে নিদ্রা যায় যবে।
চুপিসাড়ে গুড়ি গুড়ি যাই আমি তবে॥
কর পল্লবেতে কিম্বা পদাঙ্গুলি ধরি।
বসাইয়া দিয়ে দন্ত লহুজারী করি॥
এমনি চালাকি তায় আমার জাহের।
ঘুমাইয়া থাকে নর পায় নাকো টের॥
তথাপিও আমাদের শক্র বহুতর।
তাহাদের অত্যাচারে সর্ব্বদা কাতর॥
বিড়াল পেচক এরা কালান্তের কাল।
থাবায় দাবায় সব উন্দুরের পাল॥
বিকল করেছে তাহে ফাঁদ আর কল।
দিন দিন জ্ঞাতি গোত্র মারে দল দল॥
শব্দ নাই প্রাণ নাই স্তব্ধ ভাবে চলে।
লুকাইয় থাকে যম খাদ্য রাখি কলে॥
সবে বটে আমাদের ভয়ানক অরি।
সব চেয়ে বিড়াল শক্ররে ভয় করি॥
অন্ধকারে পলাইলে রক্ষ তবু নাই।
ঘোরতর আঁধারে ধরিয়া মারে ভাই॥