পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভেক মূষিকের যুদ্ধ

বিচিত্র রসেতে পূর্ণ উল্লাসিত মনে।
কত বাঁক ছাড়াইয়া চলিল সঘনে॥
সমুদ্রের কূলে যেন বন্দর সকল।
দেখি মূষিকের হয় নয়ন সফল॥
তরল তরঙ্গোপরে যখন চলিল।
উঠিল শরীরে তার সে নীল সলিল॥
তখন হৃদয়ে তার উপজিল ভয়।
যুগল নয়ন পথে অশ্রুধার বয়॥
ছিঁড়ে ফেলে চিকুর, চঞ্চল পদদ্বয়।
দুরু দুরু করে বুক, জীবন সংশয়॥
প্রকট সংকট ভাবি দীর্ঘশ্বাস ছাড়ে।
বিফলে বাসনা আর ফিরে যেতে পাড়ে॥
লাঙ্গুলে করিয়া হাল বৃথা ঝিঁকে মারে।
গগন ভরিল তার ব্যর্থ হাহাকারে॥
মৃতপ্রায় হয়ে বীর জলের উপরে।
এইৰূপে কাঁদিতে লাগিল আর্ত্তস্বরে॥
“হায় কেন মাটীখেয়ে আইলাম জলে।
অসাধ্য সাধিতে গেলে এই দশা ফলে॥
কোন পুরুষেতে মম, স্থলছাড়া নয়।
হায় বিধি কি কুবুদ্ধি হইল উদয়॥