পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
ভেক মূষিকের যুদ্ধ

আগে তার, আগুসার, সার সার, যোদ্ধা।
উর্দ্ধশির, রণবীর, অতি ধীর, বোদ্ধা॥
রহিলেক, যত ভেক, হয়ে এক, পংক্তি।
হুহুঙ্কার, চীৎকার, যত যার, শক্তি।
ছেয়ে মাঠ, মূষা ঠাট, কাট কাট, শোরে।
মহা জাঁক, ডাক হাঁক, রহে থাক, ধোরে॥
রণশৃঙ্গ, হল্যো ভৃঙ্গ, নহে রিঙ্গ, কাযে।
কি আহব, মহোৎসব, ভোঁ ভোঁ রব, বাজে
শুনি রব, সুভৈরব, মাতে সব, শুদ্ধ।
দ্রুত বেগে, যায় রেগে, গেল লেগে, যুদ্ধ॥

পয়ার।


 নিনাদক নামে ভেক দৃশ্য ভয়ঙ্কর।
লাফ দিয়া আগে ভাগে পড়ে বীরবর॥
ছাড়িল বিষম শূল দ্বিতীয় অশনি।
পড়িল লেহন-সার বীর চুড়ামণি॥
বয়সে কিশোর অতি ছিল মূষ-সুত।
সংগ্রামে কেশরিপ্রায়, নানা গুণযুত॥
যশো লাভ লোভে বীর সকলের আগে।
দাঁড়াইয়া ছিল, মাতি নব অনুরাগে॥