পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভেক মূষিকের যুদ্ধ
২১

ছাড়িল পাষাণ খণ্ড, লণ্ড ভণ্ড শির।
নাসারন্ধ্র পথে হল্যো মস্তিষ্ক বাহির॥
জয় জয় শব্দ উঠে ভেকের শিবিরে।
নন্দ মঙ্গলধ্বনি করে ফিরে ফিরে॥


লঘু ত্রিপদী।

শুনি জয়-নাদ, গুণি পরমাদ,
কহেন মূষিকরাজ।
এক বেটা পেঁকো, করে গেল ভেকো,
ছি ছি এত বড় লাজ॥
শুনিয়ে রাজার, বাক্য এপ্রকার,
মূষিক ভোগবিলাসী।
যুড়ি দুই কর, হয়ে অগ্রসর,
প্রণমিল হাসি হাসি॥
দিয়ে হুহুঙ্কার, করি মার মার,
বরিষে নারাচ জাল।
সমুখে যে ছিল, সকলে বিন্ধিল,
মরে ভেক পালে পাল॥
লশুনাশী নাম, এক গুণধাম,
ছিলেন সবার আগে।