পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভেক মূষিকের যুদ্ধ
২৩

যাহার কারণ, হয় এই রণ,
বিক্রমে তাঁরি দোসর॥
মলগামী ভেকে, মারিলেক টেঁকে,
বিষম বল্লম এক।
মরে মলগামী, শুনি ভেকস্বামী,
রোদন করে অনেক॥
দেখি প্লুত-গতি, অতি ক্রুদ্ধমতি,
ডুব মারি সরোবরে।
দুই হাতে ঠাসি, নীয়ে পঙ্করাশি,
উঠে গিয়ে তীরোপরে॥
মূষা প্রতি টাঁক, করি বর্ষে পাঁক,
ছাইল বদন তার।
পূর্ণ শশধরে, আচ্ছাদন করে,
যেন জলধর হার॥
হল্যো দৃষ্টিহীন, সমর প্রবীণ,
মূষিকের চূড়ামণি।
প্রকাণ্ড পাষাণ, ধরি একখান,
ঘুরায়ে ছাড়ে অমনি॥
দৃশ্য ভয়ঙ্কর, যেমন শেখর,
মেদিনী কাঁপিল ভারে।