পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
ভেক মূষিকের যুদ্ধ

অধুনা সে ভার, মূষা দশ বার,
তুলিতেও নাহি পারে॥
যেৰূপ কলিতে, মানবাবলীতে,
বলের হয়েছে হ্ৰাস।
সেইৰূপ প্রায়, শক্তি ক্ষয় পায়,
উন্দূর বংশ সকাশ॥
সেইত পাতর, পর্ব্বত দোসর,
মলগামী পদে পড়ে।
ভগ্ন পদ লয়ে, সভয় হৃদয়ে,
পলাইল উভরড়ে॥
জয়মদে মাতি, ফুলাইয়া ছাতি,
নাচে বীর শস্যহারী।
তার নৃত্য দেখে, বিপর্য্যয় ডেকে,
উঠে ভেক অধিকারী॥
শুনি সেই রব, এলো এক প্লব,
শ্রীকট্‌কটিয়া নাম।
শস্যহারী বক্ষ, করি সুক্ষ্ম লক্ষ্য,
মারে বাণ গুণগ্রাম॥
কট্‌ কট্‌ স্বরে, প্রকট সমরে,
বিকট হুঙ্কার করে।