পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
ভেক মূষিকের যুদ্ধ
২৭

ঠেকি পিষ্টকাশী ঢাল,  ধরাতলে শর জাল,
ভেঙ্গে পড়ে শত শত খান॥
দেখি মণ্ডূকের মন্দগতি,
হাস্য করে মূষিকের পতি।
তাঁহার ইঙ্গিত পেয়ে, এলো এক বীর ধেয়ে,
সূচীমুখ নাম মহামতি॥
বয়সেতে নিতান্তু কিশোর,
কিন্তু বলবীর্য্যে নাহি ওর।
কুলের তিলক শিশু, ধনুকে যুড়িয়া ইষু,
মার মার শব্দ করে ঘোর॥
দ্বিতীয় কুমার[১] প্রায় বীর,
তেজঃপুঞ্জ প্রফুল্ল শরীর।
মহাদম্ভে নিজ গুণ, ব্যাখ্যা করি পুনঃপুন,
উপনীত সরোবর তীর॥
কহে “ওরে ছার শক্র দল!
কোথা গেলি পলায়ে সকল?
আজ্‌ সব বিনাশিব, ভেক কুল না রাখিব,
নির্ভেক করিব ধরাতল॥”

  1. কার্ত্তিকেয়