পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
ভেক মূষিকের যুদ্ধ

কি দেখহ দেবগণ! মম সৃষ্টি সংহরণ,
ইহাতে আমারি অপমান॥
যদ্যপি তোমরা কেহ, কৃপা দৃষ্টি নাহি দেহ,
ভেককুল হইবে নির্ম্মূল।
অতএব বাক্য ধর, কেহ হয়ে অগ্রসর,
সেই পক্ষে হও অনুকুল॥
সাজ গো চামুণ্ডা রঙ্গে! দল বল লয়ে সঙ্গে,
মূষিকের দর্পচূর্ণ কর।
তব চন্দ্রহাস ধারে, কভু কি থাকিতে পারে,
বর্ব্বরের গর্ব্ব ফহোরতর॥
অথবা হে ষড়ানন! দেবসেনা বিমোহন,
ভেক প্রতি করুণা প্রকাশ।
নিপাতিয়ে সূচীমুখে, রক্ষা কর মৃত্যুমুখে,
নিপতিত মণ্ডূক সঙ্কাশ॥”

পয়ার।

এত বলি বসে বিধি হয়ে খিন্নমতি।
উত্তরে কহিছে তবে দেব সেনাপতি॥
 “অবধান কর দেব আমার বচন।
এই যুদ্ধে অগ্রসর হবে কোন্‌ জন?