পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ も একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে কঙ্কা সরযূবালা হাত করিয়া দুধ ঢালিতেছিল, জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করিল না। জননী কন্যার মুখপানে একবার চাছিলেন, দুধের বাট হাতে লইয়া একবার দীর্ঘনিশ্বাস ফেলিয়া মনে মনে কছিলেন, হে দীন দুঃখীর প্রতিপালক, হে অন্তর্যামী, তুমি আমাকে মার্জন করে। তাছার পর দুধের বাট আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্ন করিল। একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল, আপনি বাড়ি যান না কেন ? সেখানে কি কেউ নেই ? খেতে দেয় এমন কেউ নেই। চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল, আপনার একটি কষ্ঠা আছে, তার বিবাহ কিরূপে দেবেন ? বামুনঠাকুরুণ দীর্ঘনিশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন, বিশ্বেশ্বর জানেন। - আহার প্রায় শেষ স্ট্র আসিল। চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল, ভাল কয়ে আপনার মেয়েটিকে কখন দেখি নি—হরিদ্বয়াল । বলেন, খুব শাস্ত শিষ্ট। দেখতে মুত্র কি ? বামুনঠাকুরুণ ঈষৎ হাসিয়া প্রকাতে কহিলেন, আমি মা, মায়ের চকুৰে ত বিশ্বাস নেই বাবা ; তবে সৰুবোধ হয় কুংসিত । নয়। কিন্তু মনে মনে বলিলেন, কাণীতে কত লোক আসে যায় কিন্তু এত রূপ ত কারও দেখি নি। .*