পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 象 صميم ..... ..... -ح م٦ চন্দ্রনাথ স্থির করিয়া কম্‌নি অবিশ্রাম বধিতে লাগিল কিন্তু তবে অন্ততঃ স্বাধীনভাবে কী না । অতি বড় দুর্ভাগীরা, যেমন বামুনঠাকুরুণ তাহাও জুয়া পায় না, সরযুর ভিতরেও সে ঠাকুর আমাকে মেয়ের মাইল না। কিন্তু আজ অকস্মাৎ আশ্রয় দিয়েছিলেন, আমিওখিতে পাইল, পরের মত ডাগর তাকে কিছুতেই ত্যাগ করতে ই উঠিয়াছে, তখন কাতর হইয়া চন্দ্রনাথ বুঝিল, দুঃখিনীর অীয় রইল। বুকের উপর মুখ, তিনি কাহারও দয়ার পাত্ৰী হইবেন না । ৰথায় আর কাজ সয়যুকে লইয়া চন্দ্রনাথ বাটা ফিরির আগিল। মুদিত চক্ষের ঃ এখানে আসিয়া সরযু দেখিল, প্রকাগু বাড়ি । -o-, * 莺

  1. .

কত আসবাব—তাহার আর বিস্ময়র অবধি রহিল । মনে ভাবিল, কি অসুগ্ৰহ! কত দয়া ! tয়কে জড়াইয়া" চন্দ্রনাথ বালিকা বধূকে আদর করিয়া কহিল; দেখলে ? মনে ধরেছে ত ? তোমার বড় । সরযু অত্যন্ত কুষ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মা%হ’ত, গা , চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই, প্রত্যুত্তৰে চেয়ে ? শুনিতে চাহিয়াছিল, তাই দুই হাতে সরযুর মুখখানি তুলিয় আছ, কহিল, কি বল, মনে ধরেছে ত ? র সন্ধু , লজ্জায় সরযুর মুখ আরক্ত হইয়া গেল, কিন্তু স্বামীর . . ;-- প্রশ্নে কোনরূপে সে বলিয়া ফেলিল, সব তোমার ? : চরণে " চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল, স্থনি : তোমার }